আগামী সোমবার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে

আগামী সোমবার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে । ১ম দিন সকাল ৯টায় ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হওয়া ৩ দিনের কর্মসূচি আগামী বুধবার শেষ হবে। ৪ শিফটে প্রতিদিন পরীক্ষা নেওয়া হবে।

আজকে ২৩জুলা ২০২২ ইং রোজ শনিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

এবার কোটাসহ ৪ হাজার ৬৪১ আসনের বিপরীতে ১ লক্ষ ৭৮ হাজার ২৬৮ জন প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার মানবিকের ‘এ’ ইউনিটে ৬৭ হাজার ২৩৭ জন, বাণিজ্যের ‘বি’ ইউনিটে ৩৮ হাজার ৬২১ এবং বিজ্ঞানের ‘সি’ ইউনিটে ৭২ হাজার ৪১০ জন পরীক্ষায় অংশ নিচ্ছেন। প্রতি আসনের বিপরীতে ৪৪ ভর্তিচ্ছু প্রতিযোগিতা করছেন।

পরীক্ষার্থীদের থাকার সুবিধার্থে আবাসিক হলগুলোতে আবাসনের ব্যবস্থা করা হয়েছে। ছাত্রী জিমনেশিয়ামে নারী অভিভাবকদের থাকার ব্যবস্থা আছে। ভোগান্তি লাঘবে আগামী বছর থেকে দেশের ৪টি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার কথা ভাবা হচ্ছে।

Check Also

মরার জন্য অসুস্থ মাকে নির্জন বিলে রেখে পালিয়ে গেল সন্তান

মরার জন্য অসুস্থ মাকে নির্জন বিলে রেখে পালিয়ে গেল সন্তান

কঙ্কাল সার শরীর, ডান চোখের উপরে মাথার একাংশ সহ বড় টিউমার। লালচে হয়ে যাওয়া মাংসপিন্ডের …

শিক্ষার্থী

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন ধরণের ক্লাব গঠন বাধ্যতামূলক করা হচ্ছে

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন ধরণের ক্লাব গঠন বাধ্যতামূলক হচ্ছে। বিজ্ঞান চর্চা, বিতর্ক প্রতিযোগিতা ও সংস্কৃতি চর্চার …

আপনার মতামত জানান