আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ১ম হয়ে কত টাকা পুরস্কার পেল তাকরীম

দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ২৬তম পর্ব শেষ হয়েছে। ইরান, লিবিয়া ও সৌদি আরবের পর এবারও আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বিশ্বসেরা হয়েছে বাংলাদেশের সালেহ আহমেদ তাকরীম।

গতকাল মঙ্গলবার (৪ এপ্রিল) তাকে পুরস্কার ও সম্মাননা সনদ তুলে দেন শেখ মুহাম্মদ বিন রশিদ বিন মুহাম্মদ রশিদ আলে-মাকতুম।

প্রতিযোগিতার ওয়েবসাইট থেকে জানা যায়, আন্তর্জাতিক এ প্রতিযোগিতার প্রথম স্থান অর্জনকারী পুরস্কার হিসেবে আড়াই লাখ দিরহাম (প্রায় ৭১ লাখ ৭০ হাজার ৮৯৪ টাকা) পাবে।

দ্বিতীয় স্থান অর্জনকারীর জন্য পুরস্কার হিসেবে রয়েছে দুই লাখ দিরহাম (প্রায় ৫৭ লাখ ৩৬ হাজার ৭১৫ টাকা) এবং দেড় লাখ দিরহাম (প্রায় ৪৩ লাখ দুই হাজার ৫০০ টাকা)।

এর আগে গত বছর ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম এবং মক্কায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে তাকরীম। সালেহ আহমদ তাকরীম ঢাকার মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী মাদরাসার কিতাব বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে। তার বাবা হাফেজ আব্দুর রহমান মাদরাসার শিক্ষক।

Check Also

দেশে শিক্ষিত ও ধনী মানুষদের মধ্যে সিজার করানোর হার বেশি

দেশে শিক্ষিত ও ধনী মানুষদের মধ্যে সিজার করানোর হার বেশি

দেশে শিক্ষিত মানুষ ও আর্থিকভাবে স্বাবলম্বীদের মধ্যে সিজারিয়ানের (সি-সেকশন বা অস্ত্রোপচার) হার বেশি। এটা সবচেয়ে …

দরিদ্র মুসলমান অটোচালকের ছেলে হলেন ভারতের জয়ের নায়ক

দরিদ্র মুসলমান অটোচালকের ছেলে হলেন ভারতের জয়ের নায়ক

ভারতীয় পেসার মোহম্মদ সিরাজের বাবা একটা সময় অটোরিকশা চালাতেন । তার অটোরিকশা ছুটতো হায়দরাবাদের রাস্তায় …

আপনার মতামত জানান