আলিম পরীক্ষার তারিখ পরিবর্তন করেছেন মাদ্রাসা শিক্ষাবোর্ড

মাদ্রাসা শিক্ষাবোর্ড আলিম পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে । আজকে রোববার পরীক্ষার সময়সূচি পরিবর্তন করে তারা জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।

মাদ্রাসা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জনাব কামাল উদ্দিনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে চলমান আলিম পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

মাদ্রাসা শিক্ষাবোর্ড চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ বলেন, অনিবার্য কারণবশত পরীক্ষার তারিখে পরিবর্তন করা হয়েছে। এর বেশি আর কিছু বলতে চাই না।

তবে বোর্ডের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, পরীক্ষার প্রশ্ন ও ট্রেজারিতে সমস্যা হওয়ায় পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।

৬ ডিসেম্বরের (সোমবার) হাদিস ও উসুলুল হাদিস পরীক্ষাটি ২১ ডিসেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। অন্যদিকে আল ফিকহ ও পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) পরীক্ষাটি ৯ ডিসেম্বরের পরিবর্তে ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষা হবে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। এছাড়া অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে।

আরো পড়ুন
৫ম ও ৮ম শ্রেণির সমাপনী পরীক্ষা না থাকলেও বৃত্তি ও সনদের ব্যবস্থা থাকবে
আসন্ন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সাজেশন
ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হয়েও পোষ্য কোটায় ভর্তির সুযোগ পাচ্ছেন ৪০ শিক্ষার্থী
প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা বাতিল করার প্রস্তাব ঢাবির আইইআরের
শীতকা‌লীন ছু‌টি বা‌তিল করলেন ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়(ববি) কর্তৃপক্ষ

Check Also

এসএসসি পরীক্ষার্থী

২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভূয়া রুটিন, সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন অনলাইনে ছড়িয়ে পড়া এসএসসি-২০২৪ …

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন

চাকরি দেওয়ার কথা বলে নেয়া ঘুষের টাকা গণশিক্ষামন্ত্রীর নির্দেশে ফেরত

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং কুড়িগ্রাম-৪ আসনের এমপি জাকির হোসেনের নির্দেশে চাকরি দেওয়ার কথা বলে …

আপনার মতামত জানান