এইচএসসির ফলের ভিত্তিতে সাড়ে ১০ হাজার শিক্ষার্থী বৃত্তি পাবেন। এই সাড়ে ১০হাজারের মধ্যে মেধাবৃত্তি পাবেন এক হাজার ১২৫ জন শিক্ষার্থী এবং সাধারণ বৃত্তি পাবেন ৯ হাজার ৩৭৫ জন শিক্ষার্থী ।
২০২২ সালের এ উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এইচএসসিতে বৃত্তির কোটা বণ্টন করে আদেশ জারি করা হয়েছে।
এইচএসসিতে মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক ৮২৫ টাকা এবং বছরে এককালীন এক হাজার ৮০০ টাকা দেওয়া হবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা দেওয়া হবে।
বৃত্তির টাকা ২০২২-২০২৩ অর্থবছরে রাজস্ব বাজেটের বৃত্তি-মেধা বৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে।