একাদশ শ্রেণিতে ভর্তির ১ম ধাপের ফল প্রকাশ,১২ লাখের বেশি শিক্ষার্থী মনোনীত

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে।প্রথম ধাপে অনলাইনে ভর্তির আবেদন করা সাড়ে ১৩ লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে ভর্তির জন্য মনোনীত হয়েছেন ১২ লাখ ৭৮ হাজার।

এই  লিংকে  গিয়ে একাদশ শ্রেণিতে ভর্তির ফলাফল দেখা যাবে ।এছাড়াও ভর্তি সম্পর্কিত সবকিছু  জানতে ভিজিট করুন ভর্তি বিষয়ক এই ওয়েবসাইটে www.xiclassadmission.gov.bd

এবার নয়টি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাস করেছে ১৭ লাখ ৪৩ হাজার ৬১৯ জন।

দেশে কলেজগুলোতে প্রায় ২৫ লাখ শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে। সেই হিসেবে এসএসসিতে উত্তীর্ণ সব শিক্ষার্থীই ভর্তির সুযোগ পাবে।এবারও ফলাফলের ভিত্তিতে তিন ধাপে একাদশে ভর্তির আবেদন প্রক্রিয়া চলছে।

প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ৩২৮ টাকা ফি জমা দিয়ে নির্বাচন নিশ্চিত করতে হবে। ১ থেকে ৮ জানুয়ারির মধ্যে নিশ্চিত না করলে প্রথম পর্যায়ের নির্বাচন ও আবেদন বাতিল হবে। সেক্ষেত্রে পুনরায় ফিসহ আবেদন করতে হবে।

১ম পর্যায়ে মেধাতালিকায় প্রকাশিত শিক্ষার্থীরা ০৮ জানুয়ারী ২০২৩ তারিখ পর্যন্ত বিকাশ, নগদ , টেলিটক ও রকেটের মাধ্যমে পেমেন্ট করে ভর্তি নিশ্চায়ন করতে পারবে। যদি কেউ এই নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন না করেন তবে তার ভর্তি আবেদন বাতিল বলে গণ্য হবে। তবে এই শিক্ষার্থী ২য় পর্যায়ে আবার নির্ধারিত ফি দিয়ে আবেদন করতে পারবেন।

মনোয়নপ্রাপ্ত শিক্ষার্থী নিম্নলিখিত যে কোন একটি মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট, টেলিটক ) এর মাধ্যমে ৩২৮ টাকা বোর্ডের রেজিস্ট্রেশন ফি প্রদান করলে স্বয়ংক্রিয়ভাবে তার ভর্তির প্রাথমিক নিশ্চায়ন হবে।
আরো পড়ুন
বিএসএফের স্নিফার ন্যান্সি কর্তব্যরত অবস্থায় গর্ভবতী,তদন্ত কমিটি গঠন
২০২২ সালের বিশ্বের সেরা খাবারের তালিকায় বাংলাদেশের ৪৩ তম স্থান লাভ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের নেতৃত্বে কালাজ্বর শনাক্তে নতুন পদ্ধতি উদ্ভাবন

মনোয়ন পাওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে এই ফি অবশ্যই জমা দিতে হবে। ফি জমা না দিলে শিক্ষার্থীর মনোয়ন ও আবেদন বাতিল হবে।

উপরোক্ত রেজিস্ট্রেশন ফি প্রদানের জন্য শিক্ষার্থীকে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার প্রয়োজন নাই।

বিক্যাশের মাধ্যমে যেভাবে একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চায়ন করবেন

বিক্যাশের মাধ্যমে যেভাবে একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চায়ন করবেন

 

রকেটের মাধ্যমে যেভাবে একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চায়ন করবেন;

রকেটের মাধ্যমে যেভাবে একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চায়ন করবেন

নগদের মাধ্যমে যেভাবে একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চায়ন করবেন

 

নগদের মাধ্যমে যেভাবে একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চায়ন করবেন

Check Also

শিক্ষক নিয়োগ পরীক্ষা

বিসিএসের প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে

‘বিসিএস প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস’ শিরোনামে দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর …

বই খুলে দিচ্ছেন এইচএসসি পরীক্ষা,দুই কেন্দ্র সচিবসহ ৫ জন প্রত্যাহার

বই খুলে এইচএসসি পরীক্ষা দেওয়ার অভিযোগে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের দায়িত্বরত …

আপনার মতামত জানান