এমবিবিএস ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
আজকে ৪ এপ্রিল রোজ রোববার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরে স্বাস্থ্য শিক্ষা বিভাগের এক ব্রিফিংয়ে এমবিবিএস ভর্তি পরীক্ষা ২০২০-২০২১ এর ফলাফল প্রকাশ করা হয়।
এই লিংক https://result.dghs.gov.bd/mbbs/ থেকে এমবিবিএস ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল জানা যাবে।
মবিবিএস ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় মিশোরী মুনমুন মেধা তালিকায় ১ম স্থান অধিকার করেছেন। তিনি পাবনা মেডিকেল কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবং তিনি মোট ২৮৭.২৫ নম্বর পেয়েছেন।
গত শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এমবিবিএস ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থী সংখ্যা ছিল ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন।
করোনার কারণে সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবার কেন্দ্র সংখ্যা ১৯টি এবং ভেন্যু সংখ্যা ৫৫টি করা হয়েছে।
উল্লেখ্য, দেশের ৪৭টি সরকারি মেডিকেল কলেজের মোট আসন সংখ্যা ৪,৩৫০টি। এছাড়া, আরও ৭০টি বেসরকারি মেডিকেল কলেজে আরও ৮,৩৪০ জন ভর্তি হতে পারবেন।