চবিতে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ক্লাস শুরু আগামী ১লা অক্টোবরে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে আগামী ১ অক্টোবর।

গতকাল ৫ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এসএম আকবর হোছাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ১০তম সভার সিদ্ধান্তক্রমে সব বিভাগ/ইনস্টিটিউটে ক্লাস শুরু হবে আগামী ১ অক্টোবর (রবিবার)।

ডেপুটি রেজিস্ট্রার এসুএম আকবর হোছাইন বলেন, এ পর্যন্ত যারা ভর্তি কার্যক্রম শেষ করেছে তাদের নিয়েই ১ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে। তবে আসন ফাঁকা থাকা সাপেক্ষে পরবর্তীতে অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তির জন্য ডাকা হবে।

প্রসঙ্গত, এবার চবির চার ইউনিট ও দুই উপ-ইউনিটের ভর্তি পরীক্ষায় ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে চূড়ান্তভাবে আবেদন করেন ২ লাখ ৫৬ জন ভর্তিচ্ছু। বরাবরের মতো এবারো চবি ক্যাম্পাসে সশরীরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Check Also

শিক্ষা প্রতিষ্ঠান

ছাত্রীর শরীরে আপত্তিকর স্পর্শের অভিযোগ ঢাবি শিক্ষকের বিরুদ্ধে,কক্ষে তালা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। …

বোর্ড পরীক্ষা বন্ধ রেখে নির্বাচনী বহরে যোগ দিলেন মাধ্যমিক শিক্ষকরা

বোর্ড পরীক্ষা বন্ধ রেখে নির্বাচনী বহরে যোগ দিলেন মাধ্যমিক শিক্ষকরা

কুষ্টিয়ার দৌলতপুরে বোর্ড পরীক্ষা বন্ধ রেখে স্থানীয় এমপি’র নির্বাচনী শোভাযাত্রা ও মোটরসাইকেল বহরে যোগ দিয়েছেন …

আপনার মতামত জানান