জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষে ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী ৩১ জুলাই ভর্তি পরীক্ষা শুরু হবে ও  ১১ আগস্ট পর্যন্ত চলবে।

আজকে ১৯ জুলাই রোজ মঙ্গলবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী,আগামী ৩১ জুলাই রোজ রবিবার কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউট অন্তর্ভুক্ত ‘সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আগামী ১লা আগস্ট রোজ সোমবার সমাজ বিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ অন্তর্ভুক্ত ‘বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে । আগামী ২ এবং ৩ আগস্ট রোজ মঙ্গল ও বুধবার গাণিতিক ও পদার্থ বিজ্ঞান অনুষদ এবং ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি আওতাভুক্ত ‘এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত  হবে ।

আগামী ৩ ও ৪ আগস্ট রোজ বুধবার ও বৃহস্পতিবার জীব বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি ইউনিটের পরীক্ষা হবে ।আগামী ৪ আগস্ট রোজ বৃহস্পতিবার বিজনেস স্টাডিজ অনুষদ ও ইন্সটিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন আইবিএ-জেইউ অন্তর্ভুক্ত ‘ই ইউনিট’র পরীক্ষা অনুষ্ঠিত হবে ।

এ ছাড়াও, আগামী ৮, ১০ এবং ১১ আগস্ট  রোজ সোমবার, বুধবার এবং বৃহস্পতিবার নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার ‘বি ও সি ইউনিটের পরীক্ষা সকাল ৯টা থেকে বিকাল ৪টা ১৫ মিনিট পর্যন্ত মোট ৫ শিফটে হবে। ‘এ ইউনিটের পরীক্ষা প্রথম দিন সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৬ টা ৪০ মিনিট পর্যন্ত ৬ শিফটে এবং পরের দিন ৯টা থেকে ১০টা পর্যন্ত ১ শিফটে হবে।

‘ডি ইউনিটের পরীক্ষা ১ম দিন সকাল ১০টা ২৫ থেকে শুরু হয়ে ৬টা ৪০ পর্যন্ত ৫ শিফটে এবং পরের দিন সকাল ৯টা থেকে শুরু হয়ে ১২টা ৫০ মিনিট পর্যন্ত ৩ শিফটে হবে।

এ ছাড়া ‘ই ইউনিটের পরীক্ষা দুপুর ১টা ৫০ থেকে শুরু হয়ে ৪টা ১৫ পর্যন্ত ২ শিফটে অনুষ্ঠিত হবে। এ ছাড়াও, ‘সি ইউনিট’ অর্ন্তভূক্ত নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষার জন্য ৩ থেকে ৬ আগস্টের ভেতর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে।

Check Also

শিক্ষক নিয়োগ পরীক্ষা

বিসিএসের প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে

‘বিসিএস প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস’ শিরোনামে দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর …

বই খুলে দিচ্ছেন এইচএসসি পরীক্ষা,দুই কেন্দ্র সচিবসহ ৫ জন প্রত্যাহার

বই খুলে এইচএসসি পরীক্ষা দেওয়ার অভিযোগে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের দায়িত্বরত …

আপনার মতামত জানান