জেএসসি পরীক্ষার শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণের সময় বাড়লো

আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত জুনিয়র স্কুল সার্টিফিকেটের (জেএসসি) সনদ দিতে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে।

এ বিষয়ে গতকাল ২০ডিসেম্বর রোজ সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আমিরুল ইসলাম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ সালের জেএসসি বা জেডিসি পরীক্ষার শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণের সময় আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

এই সময়ের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। এই ফরম পূরণ করতে শিক্ষার্থীদের কোনো ‘ফি’ দিতে হবে না।

উল্লেখ্য,জেএসসি’র ফরম পূরণ গত ১১ ডিসেম্বর থেকে শুরু হয়। ২০ ডিসেম্বরের মধ্যে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফরম পূরণের জন্য নির্দেশনা দেয়া হয়েছিল।

ফরম পূরণে ব্যর্থ শিক্ষার্থীরা নবম শ্রেণিতে উত্তীর্ণ হতে পারবে না এবং তারা অষ্টম শ্রেণিতে অনুত্তীর্ণ হিসেবে বিবেচিত হবে বলে ৩০ নভেম্বর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের জারি করা এক নির্দেশনায় জানানো হয়েছে।

জেএসসি পরীক্ষার শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণের সময় বাড়ানো সম্পর্কিত বিজ্ঞপ্তি

 

জেএসসি পরীক্ষার শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণের সময় বাড়ানো সম্পর্কিত বিজ্ঞপ্তি

আরো পড়ুন
কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের আপাতত বই না দিতে লিখিত নির্দেশ
২৬ থেকে ২৮ ডিসেম্বরের মধ্যে এসএসসি ও সমমানের ফল প্রকাশের প্রস্তাব
সমালোচনার জবাব-সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম কিন্ডারগার্টেন

Check Also

পরীক্ষার্থী

৫ দিনের মধ্যে লটারিতে স্কুল পাওয়া শিক্ষার্থীদের ভর্তির নির্দেশ

আগামী ৫ দিনের মধ্যে লটারিতে স্কুলে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্নের নির্দেশনা দিয়েছে …

পরীক্ষার্থী

এ বছরও ডিজিটাল লটারির মাধ্যমে সরকারি মাধ্যমিক স্কুলে শিক্ষার্থী ভর্তি

সরকারি মাধ্যমিক স্কুলে এ বছরও আগের মতোই ডিজিটাল লটারির মাধ্যমে  শিক্ষার্থী ভর্তি করা হবে। এন্ট্রি …

আপনার মতামত জানান