দরিদ্র মুসলমান অটোচালকের ছেলে হলেন ভারতের জয়ের নায়ক

ভারতীয় পেসার মোহম্মদ সিরাজের বাবা একটা সময় অটোরিকশা চালাতেন । তার অটোরিকশা ছুটতো হায়দরাবাদের রাস্তায় চারমিনার থেকে বানজারা হিলস পর্যন্ত । আজকে সেই অটোচালকের ছেলে এখন ভারতের চালকের আসনে।

মোহম্মদ সিরাজের অসামান্য বোলিংয়ে শ্রীলঙ্কা বিধ্বস্ত। কিন্তু জানেন কি সিরাজের ক্রিকেটার হওয়াই হতো না বাবার অনুমোদন ছাড়া? দরিদ্র মুসলিম পরিবারের সন্তান বাবার পেশাতেই আসবে এটাই সঙ্গত ছিল। কিন্তু ছেলের ক্রিকেট প্রতিভা দেখে সিরাজের বাবা তাকে অটো চালানোর পেশায় আনতে চাননি।

আরও দু’টি বাড়তি ট্রিপ করে তিনি সিরাজের খেলার ব্যবস্থা করে দেন। সিরাজ তাকে নিরাশ করেনি। ২০১৫ সালে রঞ্জি ট্রফির দলে প্রথম জায়গা পান।

এমএল জয়সীমা, আব্বাস আলি বেগ, মহম্মদ আজারউদ্দিনের উত্তরসূরী হয়ে ওঠেন সিরাজ। ২০২০ সালে ভারতীয় দলের টেস্ট টিমে জায়গা পান। আর পিছন ফিরে তাকাতে হয়নি।

তার নতুন বাড়ির হাউসওয়ার্মিং পার্টিতে হায়দরাবাদে খেলতে যাওয়া ভারতীয় ক্রিকেটারদের আমন্ত্রণ জানিয়েছিলেন সিরাজ। বাড়ি তো নয়, সে যেন প্রাসাদ! রোহিত শর্মা, বিরাট কোহলিরা উমদা বিরিয়ানি খেতে চেয়েছিলেন। সিরাজ কাঠ কয়লার আঁচে সেদিন নিজে বিরিয়ানি রাঁধেন। নতুন বাড়ি সিরাজ অটোচালক বাবার নামেই উৎসর্গ করেন।

Check Also

শিক্ষক নিয়োগ পরীক্ষা

বিসিএসের প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে

‘বিসিএস প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস’ শিরোনামে দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর …

বই খুলে দিচ্ছেন এইচএসসি পরীক্ষা,দুই কেন্দ্র সচিবসহ ৫ জন প্রত্যাহার

বই খুলে এইচএসসি পরীক্ষা দেওয়ার অভিযোগে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের দায়িত্বরত …

আপনার মতামত জানান