দুষ্টুমি করায় ছাত্রকে চড় মেরে উল্টো ছাত্রের হাতে মার খেলেন শিক্ষক

গতকাল রোজ বৃহস্পতিবার  দুষ্টুমি করায় ছাত্রকে চড় মেরে উল্টো ছাত্রের হাতে মার খেলেন সহকারী শিক্ষক আব্দুল লতিফ আকন্দ। ঘটনাটি ঘটেছে গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের পচারিয়া উচ্চ বিদ্যালয়ে। এর আগে গত মঙ্গলবার দুষ্টুমি করায় সেলিম মিয়া নামে ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রকে তিনি একটি চড় মারেন।

শিক্ষক আব্দুল লতিফ আকন্দ বলেন, আমি বৃহস্পতিবার স্কুল চলাকালীন উপস্থিত হই এবং সিঁড়ি দিয়ে ভবনের ওপর তলায় উঠছিলাম। এ সময় অষ্টম শ্রেণির ছাত্র সেলিম পেছন থেকে আমাকে লাঠি দিয়ে পর পর কয়েকবার আঘাত করে পালিয়ে যায়।

ওই ছাত্রের বাবা এমদাদুল হক বলেন, এ ঘটনার আগে শিক্ষক আব্দুল লতিফ গত মঙ্গলবার স্কুলে সেলিমকে চড়সহ মারধর করেন। এতে ক্ষুব্ধ হয়ে সে এ কাণ্ড ঘটায়। এ ঘটনায় আমরা দুঃখিত।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শুধু তাই নয়, আমাকেও মারধরের হুমকি দিচ্ছেন ওই ছাত্রের অভিভাবকরা। বিষয়টি আমি থানা কর্তৃপক্ষকে জানিয়েছি। এ ছাড়া বিষয়টি নিয়ে ম্যানেজিং কমিটিতে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে, খতিয়ে দেখা হচ্ছে।

Check Also

সরকারি হওয়া ২৭ জন শিক্ষকের কলেজে পরীক্ষার্থী ৭৫ জন কিন্তু ফেল ৭৩ জন

সরকারি হওয়া ২৭ জন শিক্ষকের কলেজে পরীক্ষার্থী ৭৫ জন কিন্তু ফেল ৭৩ জন

রাজবাড়ীর পাংশা উপজেলার জাতির জনক বঙ্গবন্ধু সরকারি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় ৭৫ জন …

পরীক্ষার্থী

৫ দিনের মধ্যে লটারিতে স্কুল পাওয়া শিক্ষার্থীদের ভর্তির নির্দেশ

আগামী ৫ দিনের মধ্যে লটারিতে স্কুলে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্নের নির্দেশনা দিয়েছে …

আপনার মতামত জানান