নভেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে ইতিবাচক নির্দেশনা নেই জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির

এই পরিস্থিতিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা বলতেছেন, বর্তমান পরিস্থিতি অনুযায়ী নভেম্বরে মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভবত যাবে না। নভেম্বর থেকে শ্রেণি কার্যক্রম শুরু করা সম্ভব হবে না কারণ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হলে স্বাস্থ্যবিধি মেনে কমপক্ষে ১৫ দিন আগে প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিতে হবে।

নভেম্বরে বিদ্যালয় খোলার ইতিবাচক সিদ্ধান্ত থাকলে গত ১৫ অক্টোবরের মধ্যে এ সংক্রান্ত নির্দেশনা দিত। কিন্তু এখন পর্যন্ত কোন নির্দেশনা দেয়নি শিক্ষা মন্ত্রণালয় কিংবা গণশিক্ষা মন্ত্রণালয়।

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির তৈরি করা সংক্ষিপ্ত পাঠ-পরিকল্পনায় ছিল আগামী ১ নভেম্বর প্রাথমিক বিদ্যালয় খোলা হলে তখন থেকে বিদ্যালয় খোলা সম্ভব হলে ২৯ ডিসেম্বর পর্যন্ত ৩৯ দিন চলবে ৫ম শ্রেণির কার্যক্রম।

কিন্তু সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নভেম্বরের শেষ দিকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিলেও তাতে প্রস্তুতি নিতে লাগবে ১৫ দিন। কিন্তু সেই সময় বিদ্যালয় খোলা গেলেও শুধু ৫ম শ্রেণির কার্যক্রমও বাস্তবায়ন করা যাবে না। ফলে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠান দ্বারা নিজস্ব মূল্যায়নে অটোপাস দিতে হবে।

সংক্ষিপ্ত এই পাঠ-পরিকল্পনা বাস্তবায়ন করা না গেলে শ্রেণি মূল্যায়নেরও কোন সুযোগ থাকবে না বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোঃ আকরাম-আল-হোসেন। ফলে ৫ম শ্রেণির শিক্ষার্থীদেরও অটো পাস দিতে হবে। সেইসাথে অন্যান্য শ্রেণিতেও অটো পাস দেয়া হবে ।

গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মো. আকরাম-আল-হোসেন  এর আগে গণমাধ্যমকে জানিয়েছিলেন, আমরা অক্টোবর ও নভেম্বর এই ২মাসকে লক্ষ্য করে দুটি লেসন প্ল্যান তৈরি করেছিলাম। পরিস্থিতি বিবেচনায় নভেম্বর থেকে সংক্ষিপ্ত পাঠ-পরিকল্পনা বাস্তবায়ন করার কথা রয়েছে।

তবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে কোনও নির্দেশনা নেই। পরিস্থিতি উন্নতি হলে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আর যদি নভেম্বরে স্কুল খোলা না যায় তাহলে প্রধানমন্ত্রী যেটি বলেছেন, আমাদের অটো পাস ছাড়া উপায় নেই।তিন বলেন শীতে করোনার ২য় ওয়েভ আসার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে বলা যায় এ বছর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হবে বলে মনে হয় না।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পুরো বিষয়টি সরকারি সিদ্ধান্তের উপর নির্ভর করছে ।স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে গঠিত ‘জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি’ নভেম্বরে খোলার বিষয়ে এখনও কোনও ইতিবাচক নির্দেশনা দিতে পারেন নি। করোনা আক্রান্তের হার কমলেও সিঙ্গেল সংখ্যায় এখনও আসনি। আক্রান্তের সংখ্যা সিঙ্গেল সংখ্যায় আসলে তখন বোঝা যাবে কতদিনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যাবে।

অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয় আগেই জানিয়ে দিয়েছেন, স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বার্ষিক মূল্যায়ন হবে । কীভাবে মূল্যায়ন হবে তা শিক্ষাপ্রতিষ্ঠানকে যথাসময়ে জানিয়ে দেয়া হবে।

Check Also

শিক্ষক নিয়োগ পরীক্ষা

বিসিএসের প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে

‘বিসিএস প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস’ শিরোনামে দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর …

বই খুলে দিচ্ছেন এইচএসসি পরীক্ষা,দুই কেন্দ্র সচিবসহ ৫ জন প্রত্যাহার

বই খুলে এইচএসসি পরীক্ষা দেওয়ার অভিযোগে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের দায়িত্বরত …

আপনার মতামত জানান