সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি রক্ষণাবেক্ষণ ও রেজিস্টার হালনাগাদকরনের আদেশ দিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
আজকে ২২ডিসেম্বর ২০২১ ইং এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি এন্ড অপারেশন) জনাব নাসরিন সুলতানা স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সচিব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ০১-১১-২০২১ তারিখের প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন প্রতিবেদনের সিদ্ধান্ত অনুযায়ী দেশের সকল প্রাথমিক বিদ্যালয় মালিকানাধীন স্থাবর-অস্থাবর সম্পত্তি রক্ষণাবেক্ষণে ইনভেস্টরী রেজিস্টার সংরক্ষণ ও হালনাগাদ করা এবং সরকারি জমির মিউটিশন করা ও সময়মত ভূমি উন্নয়ন কর পরিশোধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।