মানসম্মত শিক্ষা দেয়ার যোগ্যতা শিক্ষকদের থাকতে হবেঃ শিক্ষামন্ত্রী, জী যোগ্য শিক্ষক নিয়োগ না দিলে যোগ্যতা কি আসমান ফাইরা আসবে?
প্রাথমিক স্কুলের শিক্ষকদের রাষ্ট্রের তৃতীয় শ্রেণীর মর্যাদা দিয়ে এইসব কথা বলে কি বোঝাতে চাইছেন? শিক্ষক নিয়োগে রাজনীতি ঢুকিয়ে কি মানসম্মত শিক্ষা দেয়ার যোগ্যতা শিক্ষক পাবেন?
শিক্ষকদের ট্রেনিং না দিয়ে আমলাদের ট্রেনিং এর জন্য বিদেশ পাঠাবেন। শিক্ষকদের পিএইচডি করতে না পাঠিয়ে আমলাদের পাঠাবেন।
মানসম্মত শিক্ষা দেওয়ার জন্য যোগ্য শিক্ষক কোথা থেকে আসবে? ওবায়দুল কাদেরের মত বলতে হয় “ভালো হয়ে যাও মাসুদ”। আসলে আগে আপনাদের ভালো হতে হবে। তাহলে মাসুদরা এমনিই ভালো যাবে।
লেখকঃ জনাব কামরুল হাসান মামুন,অধ্যাপক,ঢাকা বিশ্ববিদ্যালয়[লেখকের ফেসবুক টাইমলাইন থেকে নেয়া]