বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপের সুযোগ দিচ্ছেন অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপের সুযোগ দিচ্ছেন  অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়।স্নাতকোত্তর পর্যায়ে  ২ বছর মেয়াদি বুদ্ধিস্ট স্টাডিজে গবেষণার জন্য খায়ান্তসে ফাউন্ডেশন স্কলারশিপ’ ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আগামী ২৪ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগামী বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ চলবে।

আবেদন ও স্কলারশিপ বিষয়ে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট এই ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

স্কলারশিপে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ৫০ শতাংশ ব্যয় বহন করবেন ।প্রতি শিক্ষাবছর শিক্ষার্থীরা স্কলারশিপের জন্য ২৫ হাজার মার্কিন ডলার পাবেন।

এই স্কলারশিপ পেতে হলে সিডনি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর প্রোগ্রামে সুযোগ পেতে হবে অথবা আগে থেকেই সেখানে স্নাতকোত্তরে ভর্তি থাকতে হবে।

মানবিক, দর্শন অথবা সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে স্নাতকোত্তরের বিষয় হতে হবে। শিক্ষার্থীদেরকে বুদ্ধিস্ট স্টাডিজে গবেষণার জন্য নিজ থেকে আগ্রহী হতে হবে।

সেইসাথে অধ্যয়নরত প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে সন্তোষজনক ছাড়পত্র নিতে হবে।

Check Also

বিদেশ থেকে উচ্চশিক্ষা নিয়ে দেশে ফিরে এসে তিনি এখন পুরোদস্তুর কৃষক

বিদেশ থেকে উচ্চশিক্ষা নিয়ে দেশে ফিরে এসে তিনি এখন পুরোদস্তুর কৃষক

নেত্রকোনার বারহাট্টা উপজেলার আজাদ মিয়া (৩০) ইংরেজি সাহিত্যে স্নাতক সম্পন্নের পর উচ্চশিক্ষা নিতে মালয়েশিয়ায় পাড়ি …

শিক্ষা প্রতিষ্ঠান

৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মেধা ও সাধারণ বৃত্তি বন্টনের আদেশ

স্নাতক (সম্মান) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে  ৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ অর্থবছরে রাজস্ব খাতভূক্ত মেধা ও সাধারণ বৃত্তির …

আপনার মতামত জানান