মরার জন্য অসুস্থ মাকে নির্জন বিলে রেখে পালিয়ে গেল সন্তান

কঙ্কাল সার শরীর, ডান চোখের উপরে মাথার একাংশ সহ বড় টিউমার। লালচে হয়ে যাওয়া মাংসপিন্ডের মতো ডান চোখ বের হয়ে যাচ্ছে। দাঁড়ানোর মতো ক্ষমতা নেই, মুখের ভাষাও অস্পষ্ট। বয়স প্রায় ৯০ এর কাছাকাছি।এমন এক বৃদ্ধ মা’কে নির্জন বিলের মাঝখান থেকে জরুরী সেবা ৯৯৯ এ ফোন পেয়ে আধমরা অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহের নান্দাইল থানা পুলিশ। গতকাল শনিবার দুপুরে এমন ঘটনাটি ময়মনসিংহের নান্দাইলের মুশুল্লী ইউনিয়নের ভারুয়া বিলে। এলাকার স্থানীয়রা ধারণা করছেন মরার জন্যই ওই বৃদ্ধাকে নির্জন স্থানে ফেলে রেখে যাওয়া হয়।

স্থানীয় সুত্র জানায়, বিলটির অবস্থান ওই ইউনিয়নের উত্তর মুশল্লী এলাকায়।এমনিতেই ওই বিলে লোকজন কম যায়। তার উপর গত কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ায় এলাকার লোকজনের বিলে যাওয়া আসা কমে গেছে অনেক। এ অবস্থায় জনৈক ফারুক মিয়া (১৭) নামে এক ব্যক্তি নিজের হাঁসের দলের খোঁজে বিলের মাঝখানে যান। সেখানে গিয়ে দেখতে পান একটি উঁচু মাটির টিলায় ঝোপের মধ্যে পড়ে রয়েছে এক বৃদ্ধ নারী।

কোনো নড়াচড়া নেই। মশা-মাছি ও বিভিন্ন ধরনের কীটপতঙ্গ তার শরীরে ও আশপাশে ঘিরে ধরেছে। কাছে গিয়ে দেখতে পান অস্পষ্ট ভাবে শব্দ করছেন বৃদ্ধা। পরক্ষণেই প্রতিবেশী রুবেল নামে এক যুবককে ডেকে এনে সেখান থেকেই নিজেদের মোবাইলে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করেন।এরপর নান্দাইল থানা পুলিশের উপ-পরিদর্শক মো. রুবেল হোসেন একটি দল নিয়ে ফসলি খেতে জমে থাকা পানি ভেঙ্গে ঘটনাস্থলে গিয়ে আধমরা অবস্থায় ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

জরুরী সেবায় ফোন করা মো. রুবেল জানান, ফারুক তার প্রতিবেশী। তিনি হাঁস লালন পালন করেন। গতকাল শনিবার দুপুরে ফারুক নিজের হাঁসের দল আনতে বিলের মাঝখানে যায়। সেখান থেকেই তার মোবাইলে ফোন করে ঘটনা অবহিত করলে তিনি সরাসরি সেখানে যান। পরে ঘটনার সত্যতা পেয়ে তাৎক্ষনিক ৯৯৯ এ ফোন করেন। পরে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধ মাকে উদ্ধার করে নিয়ে যায়।

নারীকে জিজ্ঞাস করলে তিনি জানান, তার নাম দোলেনা বেগম ও বাড়ি হাজী বাড়ি বলে জানান। তাঁর ছেলে তাঁকে গত তিন দিন আগে চোখমুখ ঢেকে এখানে ফেলে রেখে যায়। আসবে বলে পরে আর আসেনি।

এ বিষয়ে নান্দাইল থানার উপ-পরিদর্শক মো. রুবেল হোসেন জানান, এ ঘটনা দেখে ও বৃদ্ধার কাছ থেকে শুনে হতবাক হয়ে গিয়েছি। এ রকম ঘটনা বিশ্বাস হতে কষ্ট হচ্ছিল। পরে বৃদ্ধার শরীরের অবস্থা খারাপ হওয়ায় দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়।

বর্তমানে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ওই বৃদ্ধাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই নারীকে দেখছেন দায়িত্বরত চিকিৎসক ডা. মো.মাহবুবুল আলম। তিনি জানান, বয়সের ভারে নানা রোগে আক্রান্ত হয়ে ওই নারী এমনিতেই গুরুতর অসুস্থ্য। এর মধ্যে খাওয়া দাওয়া না করায় প্রেসার কমে গিয়ে শরীর খারাপ হয়ে গেছে। এখন তাঁর উন্নত চিকিৎসা প্রয়োজন।

সূত্রঃ কালের কন্ঠ

Check Also

শিক্ষার্থী

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন ধরণের ক্লাব গঠন বাধ্যতামূলক করা হচ্ছে

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন ধরণের ক্লাব গঠন বাধ্যতামূলক হচ্ছে। বিজ্ঞান চর্চা, বিতর্ক প্রতিযোগিতা ও সংস্কৃতি চর্চার …

রাজশাহী বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের কাছে ভর্তি ফরম বিক্রি করে রাবির আয় ২৪ কোটি টাকা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন থেকে আয় হয়েছে ২৪ কোটি টাকার বেশি। …

আপনার মতামত জানান