মাধ্যমিকের শিক্ষকদের বিনা খরচে আমেরিকা যাওয়ার সুযোগ

ঢাকাস্থ আমেরিকান দূতাবাস ফুলব্রাইট টিচিং এক্সিলেন্স অ্যান্ড অ্যাচিভমেন্ট প্রোগ্রামের জন্য দরখাস্ত আহ্বান করেছেন। এই প্রোগ্রামের আওতায় দেশের মাধ্যমিক স্তরের ইংরেজি, ইংরেজি ভাষা, গণিত, বিজ্ঞান, সামাজিক শিক্ষা বিষয়ের শিক্ষকরা ২০২৪ সালের জানুয়ারি অথবা সেপ্টেম্বরে দেশটিতে বিনা খরচে ছয় সপ্তাহের জন্য গমনের সুযোগ পাবেন।গতকাল রোজ বুধবার দূতাবাস থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সেখানে তারা শিক্ষা বিষয়ক সেমিনারে যোগদানের সুযোগ পাবেন পাশাপাশি আমেরিকার স্কুলের শ্রেণিকক্ষের পরিবেশ, তাদের সংস্কৃতি, পাঠদান পদ্ধতি, শিক্ষা পদ্ধতি বিষয়ে জানবেন। অংশগ্রহণকারী শিক্ষকরা অন্তত ৪০ ঘণ্টা আয়োজক বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী মাধ্যমিক স্কুলের শিক্ষকের অধীনে নানা বিষয়ে দেখবেন জানবেন শিখবেন। যা তাদের শিক্ষকতার পেশায় কাজে আসবে। তবে এই প্রোগ্রামের জন্য তাদের কোনো সনদ প্রদান করা হবে না।

আবেদন যোগ্যতা: আবেদনকারী অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং তাকে অবশ্যই উল্লেখিত বিষয়ের পূর্ণকালীন শিক্ষক হতে হবে। শিক্ষকতায় পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

স্নাতকোত্তর স্তরের কোর্সওয়ার্ক সম্পন্ন করতে তাদের ইংরেজি ভাষায় মৌখিক এবং লিখিত ভালো দখল থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলে দক্ষতা থাকতে হবে। এই দক্ষতা পূর্ণ হলেই আবেদন করতে বলা হয়েছে।

আবেদনের সময়সীমা: ১০ এপ্রিল রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত এই ওয়েবসাইটে  আবেদন করা যাবে।বিস্তারিত জানতে https://bd.usembassy.gov/29345/ ওয়েবসাইট দেখতে বলা হয়েছে।

Check Also

মরার জন্য অসুস্থ মাকে নির্জন বিলে রেখে পালিয়ে গেল সন্তান

মরার জন্য অসুস্থ মাকে নির্জন বিলে রেখে পালিয়ে গেল সন্তান

কঙ্কাল সার শরীর, ডান চোখের উপরে মাথার একাংশ সহ বড় টিউমার। লালচে হয়ে যাওয়া মাংসপিন্ডের …

শিক্ষার্থী

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন ধরণের ক্লাব গঠন বাধ্যতামূলক করা হচ্ছে

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন ধরণের ক্লাব গঠন বাধ্যতামূলক হচ্ছে। বিজ্ঞান চর্চা, বিতর্ক প্রতিযোগিতা ও সংস্কৃতি চর্চার …

One comment

  1. how can I appy

আপনার মতামত জানান

%d bloggers like this: