রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হবে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তন চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সমাবর্তনে সভাপতিত্ব করবেন।

সোমবার তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে।

তিনি জানান, সমাবর্তনকে কেন্দ্র করে একটি কমিটি কাজ শুরু করছে। ইতোমধ্যে অধিকাংশ কাজ সম্পন্নও হয়েছে। আশা করি নির্ধারিত সময়ে সমাবর্তন করা সম্ভব হবে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তনে ২০১৭ ও ২০১৮ সালের স্নাতকোত্তর, এমবিবিএস, বিডিএস ও ডিভিএম এবং ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত এমফিল, এমডি ও পিএইচডি ডিগ্রি অর্জনকারীগণ অংশগ্রহণ করতে পারবেন।

এ উপলক্ষে আগামী ৫ সেপ্টেম্বর দুপুর ১২ থেকে ৩০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে ৫ হাজার টাকা পরিশোধ করে রেজিস্ট্রেশন করতে পারবেন আগ্রহী শিক্ষার্থীরা। প্রয়োজনীয় তথ্য convocation.ru.ac.bd সাইটে দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে। তাছাড়া অংশগ্রহণকারীদের সমাবর্তনে ব্যবহৃত কস্টিউম ফেরত দিতে হবে না।

Check Also

শিক্ষা প্রতিষ্ঠান

ছাত্রীর শরীরে আপত্তিকর স্পর্শের অভিযোগ ঢাবি শিক্ষকের বিরুদ্ধে,কক্ষে তালা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। …

বোর্ড পরীক্ষা বন্ধ রেখে নির্বাচনী বহরে যোগ দিলেন মাধ্যমিক শিক্ষকরা

বোর্ড পরীক্ষা বন্ধ রেখে নির্বাচনী বহরে যোগ দিলেন মাধ্যমিক শিক্ষকরা

কুষ্টিয়ার দৌলতপুরে বোর্ড পরীক্ষা বন্ধ রেখে স্থানীয় এমপি’র নির্বাচনী শোভাযাত্রা ও মোটরসাইকেল বহরে যোগ দিয়েছেন …

আপনার মতামত জানান