রাবিতে স্নাতক ১মবর্ষের ভর্তির প্রাথমিক আবেদন শেষ, চূড়ান্ত আবেদন ৯ এপ্রিল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শেষ হয়েছে। ভর্তি পরীক্ষায় তিনটি ইউনিটে প্রাথমিক আবেদন জমা পড়েছে ৪ লক্ষ এক হাজার ৪১৪ আবেদন।

এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে । এর আগে, গত ১৫ মার্চ থেকে প্রাথমিক আবেদন শুরু হয়। এ আবেদন চলে ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত।

অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে জানান, ‘এ’ ইউনিটে আবেদন করেছেন এক লাখ ৪৮ হাজার ৬১০ জন, ‘বি’ ইউনিটে ৯৮ হাজার ৬৪৪ জন এবং ‘সি’ ইউনিটে এক লাখ ৫৪ হাজার ১৬০ জন। তিন ইউনিটে আসন সংখ্যা চার হাজার ১০০টি। চূড়ান্ত আবেদন শুরু হবে আগামী ৯ এপ্রিল থেকে। ১৫ এপ্রিল পর্যন্ত চূড়ান্ত আবেদন প্রক্রিয়া চলবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রথম ধাপের চূড়ান্ত আবেদন ০৯ এপ্রিল থেকে ১৫ এপ্রিল, দ্বিতীয় ধাপে ১৭ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, তৃতীয় ধাপে ২৬ এপ্রিল থেকে ২৯ এপ্রিল এবং শেষ ধাপে ১ মে থেকে ২ মে পর্যন্ত চূড়ান্ত আবেদন করা যাবে।

আগামী ২৯, ৩০ ও ৩১ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

Check Also

বদলে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি,কর্মসংস্থানমুখী হবে শিক্ষাক্রম

বদলে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি,কর্মসংস্থানমুখী হবে শিক্ষাক্রম

বদলে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম।জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন গতানুগতিক ধারা পরিবর্তন করে দক্ষতাভিত্তিক এবং বিভিন্ন উন্নত …

১ বছরে দেশে কোটিপতির সংখ্যা ৫ হাজার বেড়েছে,এক লাখ ১৩ হাজার

দেশে ১ বছরে কোটিপতি বেড়েছে ৫ হাজার, মোট কোটিপতি ১ লাখ ১৩ হাজার

দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কোটিপতির সংখ্যা। ব্যাংকগুলোতে কোটি টাকার বেশি রয়েছে—এমন ব্যক্তি …

আপনার মতামত জানান