শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর বিষয়ে আগামীকালের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে-শিক্ষা সচিব

শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়ানো হবে  কিনা সে বিষয়ে আগামীকালের মধ্যে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব মোঃ মাহবুব হোসেন। আজকে ৩০ সেপ্টেমবর রোজ বুধবার দুপুরে অনলাইনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে একথা জানান তিনি।

শিক্ষা সচিব জনাব মাহবুব হোসেন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির বিষয়ে আগামীকালকের মধ্যে একটা সিদ্ধান্ত হবে, এ বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রী দিপু মনির সাথেও কথা হয়েছে।

করোনার এই সংক্রমণকালে  অনলাইন শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন, এটি কোচিং সেন্টারের বিকল্প হবেএবং এতে প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।

গত ১৭ই মার্চ থেকে করোনার প্রকোপের কারণে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার।পর্যায়ক্রমে এই বন্ধ বাড়িয়ে আগামী ৩অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এদিকে আসন্ন শীতে করোনার প্রকোপ আরো বাড়তে পারে বলে মাননীয় প্রধানমন্ত্রীসহ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও শিক্ষাবিদরা আশঙ্কা প্রকাশ করেছেন। তাই আগামী ৩অক্টোবরের পরে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আর বাড়ানো হবে কিনা এ বিষয়ে দ্বিধায় পড়েন কর্তৃপক্ষ।

এর আগে মাননীয় মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার জন্য প্রস্তুতি নিতে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের  নির্দেশ দিয়েছেন।

শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক এসময় সংযুক্ত ছিলেন।

আরো পড়ুন
প্রাথমিক বিদ্যালয় খোলা হলে করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা বিশেষজ্ঞ ও শিক্ষাবিদদের
নিজেই ঘরে বসে নিজের জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন করতে পারবেন
প্রাথমিক শিক্ষকতা পেশার কিছু সুবিধা যা আপনাকে এই পেশায় আকৃষ্ট করবে

Check Also

শিক্ষক নিয়োগ পরীক্ষা

বিসিএসের প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে

‘বিসিএস প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস’ শিরোনামে দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর …

বই খুলে দিচ্ছেন এইচএসসি পরীক্ষা,দুই কেন্দ্র সচিবসহ ৫ জন প্রত্যাহার

বই খুলে এইচএসসি পরীক্ষা দেওয়ার অভিযোগে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের দায়িত্বরত …

আপনার মতামত জানান