সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা ৩০ জুলাই অনুষ্ঠিত হবে

আগামী ৩০ জুলাই ২০২২ ইং তারিখে অনুষ্ঠিত হবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের (বিজেএসসি) অধীন সহকারী জজ নিয়োগের পঞ্চদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা।পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ পরীক্ষা রাজধানীর তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।কেন্দ্রসমূহ হলো রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ও সিদ্ধেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়।

সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৮ হাজার ৫৫৮ জন। এ পরীক্ষার মাধ্যমে এবার নিয়োগ পাবেন ১০০ জন। তবে পদের সংখ্যা বাড়তে বা কমতে পারে। ওই দিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা চলবে।

প্রিলিমিনারি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে। কালো কালির বলপেন দিয়ে ওএমআরের বৃত্ত ভরাট করতে হবে।

পরীক্ষাকেন্দ্রে ব্যাগ, বই, ক্যালকুলেটর, ইলেকট্রনিক হাতঘড়ি, মুঠোফোন এবং তথ্য আদান-প্রদানে ব্যবহারযোগ্য অন্য কোনো ধরনের ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ। এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। প্রবেশপত্রের নির্দেশনা অনুসরণ করতে হবে।

প্রবেশপত্রের ছবির সঙ্গে হাজিরা তালিকার ছবির মিল না থাকলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না।

পরীক্ষা শুরু হওয়ার পর থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্র ত্যাগ করতে পারবেন না।

সব পরীক্ষার্থীকে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষাকেন্দ্রে আসতে হবে। অবশ্যই মাস্ক পরে আসতে হবে।

Check Also

দেশে শিক্ষিত ও ধনী মানুষদের মধ্যে সিজার করানোর হার বেশি

দেশে শিক্ষিত ও ধনী মানুষদের মধ্যে সিজার করানোর হার বেশি

দেশে শিক্ষিত মানুষ ও আর্থিকভাবে স্বাবলম্বীদের মধ্যে সিজারিয়ানের (সি-সেকশন বা অস্ত্রোপচার) হার বেশি। এটা সবচেয়ে …

দরিদ্র মুসলমান অটোচালকের ছেলে হলেন ভারতের জয়ের নায়ক

দরিদ্র মুসলমান অটোচালকের ছেলে হলেন ভারতের জয়ের নায়ক

ভারতীয় পেসার মোহম্মদ সিরাজের বাবা একটা সময় অটোরিকশা চালাতেন । তার অটোরিকশা ছুটতো হায়দরাবাদের রাস্তায় …

আপনার মতামত জানান