বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়া কারণে ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত করেছিল ।
আগামী রোববার স্থগিতকৃত পরীক্ষা নেওয়া আবার শুরু হবে বলে পিএসসি জানিয়েছেন।আজকে ১লা ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন।
আগামী ৬ ফেব্রুয়ারি ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা আবার শুরু হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
উল্লেখ্য পিএসসি গত বছরের ২৭ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছিলেন।মোট ৪ লক্ষ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন।
এর মধ্যে ৩ লক্ষ ২৭ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন।তাদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০,২৭৭ জন। ৪০তম বিসিএসে মোট ১,৯০৩ জন ক্যাডার নেওয়া হবে।