৫ম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশুনা-বাংলাদেশ ও বিশ্বপরিচয়

৫ম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশুনার আজকের বিষয় হল বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ৭ম  ও ৮ম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন -উত্তর।

৭ম অধ্যায়

মানবাধিকার

১। জাতিসংঘ কত সালে ‘মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র’ অনুমোদন করেছে?

উত্তর : জাতিসংঘ ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর ‘মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র’ অনুমোদন করেছে।

২। মানবাধিকার কাকে বলে?

উত্তর : বিশ্বের সব দেশের সব মানুষের সমস্ত সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারকে মানবাধিকার বলে।

৩। শিক্ষাগ্রহণ কী ধরনের অধিকার?

উত্তর : শিক্ষাগ্রহণ একটি মৌলিক মানবাধিকার।

৪। মিলন নামের শিশুটিকে একটি চক্রের কয়েকজন লোক ধরে নিয়ে বিদেশে পাচার করে দিল। এটি কোন ধরনের কাজ?

উত্তর : শিশুপাচার একটি মানবাধিকারবিরোধী কাজ।

আরো পড়ুন

অক্টোবরের ১ম সপ্তাহে প্রাথমিকে ৩৬ হাজার সহকারী শিক্ষক নিয়োগের সার্কুলার

ডাউনলোড করুন সহজে ইংরেজিতে কথা বলার জন্য বিবিসি জানালার অডিও লেসন

চলতি বছরের সমাপনী পরীক্ষা বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর টেবিলে

 

৫। প্রতিটি শিশু কেমন?

উত্তর : প্রতিটি শিশু একে অপরের থেকে আলাদা।

৬। অটিজম কী ধরনের সমস্যা?

উত্তর : অটিজম মস্তিষ্কের একটি বিকাশগত সমস্যা।

৭। অটিস্টিক শিশু শারীরিকভাবে কেমন?

উত্তর : অটিস্টিক শিশু শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ।

৮। সাজিদের বয়স ১০ বছর। সে একটি কারখানায় কাজ করে। তার কাজটি কি হিসেবে গণ্য হবে?

উত্তর : সাজিদের কাজটি শিশুশ্রম হিসেবে গণ্য হবে।

৯। রাহাত তোমার সহপাঠী, অন্যের সংস্পর্শে সে আঁতকে ওঠে। তার সঙ্গে তুমি কেমন ব্যবহার করবে?

    উত্তর : আমি তার সঙ্গে মিলেমিশে থাকব এবং এমন আচরণ করব না, যাতে সে কষ্ট পায়।

১০। শিশুদের ভিন্ন ভিন্ন আচরণ গ্রহণ করা কিসের অন্তর্ভুক্ত?

    উত্তর : মানবাধিকারের।

১১। মানবাধিকার লঙ্ঘনের দুটি উদাহরণ দাও।

    উত্তর :

    ক) অনেক শিশু তাদের পরিবারের অসচ্ছলতার কারণে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত

    খ) অনেক সময় শিশুদের বিদেশে পাচার করে দেওয়া হয়, এটি মানবাধিকারবিরোধী কাজ।

১২।  আতিকের বয়স ১০ বছর, সে ইটভাটায় কাজ করে। এ ক্ষেত্রে কী লঙ্ঘিত হচ্ছে?

    উত্তর: মানবাধিকার।

১৩। বাংলাদেশে কত বছরের কম বয়সীদের শ্রম বেআইনি?

    উত্তর: ১৮ বছরের কম বয়সী।

১৪। নারী অধিকার লঙ্ঘনের দুটি উদাহরণ দাও।

    উত্তর : ক) মেয়েরা ছেলেদের মতো শিক্ষার সমান সুযোগ পায় না।

    খ) কাজের ক্ষেত্রে মেয়েরা ছেলেদের সমান পারিশ্রমিক পায় না।

১৫। নমিতা একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করে, তাকে গৃহকর্ত্রী নির্যাতন করেন। এ ক্ষেত্রে আমাদের কী করা উচিত?

    উত্তর : আমাদের এ ধরনের মানবাধিকারবিরোধী কাজের বিরুদ্ধে আইনের সহায়তা গ্রহণ করা উচিত।

১৬।  নারী অধিকার রক্ষায় আমাদের দায়িত্ব কী?

    উত্তর : আমাদের উচিত নারীর অধিকার রক্ষায় কাজ করা।

১৭। বিশেষ যত্ন নিলে কারা সমানভাবে বিকশিত হওয়ার সুযোগ পাবে?

    উত্তর: অটিস্টিক শিশু।

১৮। শিশুদের বৈশিষ্ট্য কী কী?

    উত্তর : প্রতিটি শিশুই একে অপরের থেকে আলাদা। কেউ চঞ্চল, কেউ শান্ত। কেউ ভিড়ে থাকতে ভালোবাসে, কেউ একা একা।

১৯। কোনো কোনো অটিস্টিক শিশু কী কী প্রতিভার অধিকারী হয়ে থাকে?

    উত্তর : ছবি আঁকা, অঙ্ক করা বা গান করা।

২০। কাদের ধৈর্যশক্তি অনেক কম?

    উত্তর : অটিস্টিক শিশুদের।

২১।     কাদের নিজের মতো থাকার অধিকার আছে?

    উত্তর: আমাদের সবারই।

২২। শহরের অনেক শিশু গৃহহীন কেন?

    উত্তর : পরিবারের সামর্থ্য না থাকায়।

২৩। অনেক শিশু শিক্ষার অধিকার থেকে বঞ্চিত কেন?

    উত্তর : তাদের পরিবারের অসচ্ছলতার কারণে।

অষ্টম অধ্যায়

নারী-পুরুষ সমতা

১। সমাজের প্রকৃত উন্নয়নের জন্য কী গুরুত্বপূর্ণ?

    উত্তর : নারী-পুরুষ উভয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ।

২। নারী শিক্ষায় ও নারীর অধিকার প্রতিষ্ঠায় এক নারী অসামান্য অবদান রাখেন। তাঁর নাম কী?

    উত্তর: বেগম রোকেয়া।

৩। বেগম রোকেয়া কত সালে কোথায় জন্মগ্রহণ করেন?

    উত্তর : ১৮৮০ সালের ৯ ডিসেম্বর, রংপুরে।

৪। কাকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়?

    উত্তর: বেগম রোকেয়াকে।

৫। নারী শিক্ষা বিস্তারে তার একটি অবদান লেখো।

    উত্তর : বেগম রোকেয়া ১৯০৯ সালে ভাগলপুরে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।

৬। এই মহীয়সী নারী কত সালে মৃত্যুবরণ করেন?

    উত্তর: ১৯৩২ সালের ৯ ডিসেম্বর।

৭। প্রতিবছর ৯ ডিসেম্বর সরকারিভাবে রোকেয়া দিবস পালন করা হয় কেন?

    উত্তর : তাঁর অবদানে আজ নারী স্বাবলম্বী ও শিক্ষিত। তাই তাঁর স্মরণে রোকেয়া দিবস পালন করা হয়।

৮। নারীদের ন্যূনতম প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো।

    উত্তর : নিজের অধিকার রক্ষা, স্বাবলম্বী হওয়া এবং কেউ যেন তাকে ঠকাতে না পারে, সে জন্য নারীদের কমপক্ষে প্রাথমিক শিক্ষার প্রয়োজন।

৯। কোন তারিখে নারী দিবস পালন করা হয়?

উত্তর: ৮ মার্চ।

১০। পুরুষের সমান মজুরি এবং দৈনিক আট ঘণ্টা শ্রমের দাবিতে নারী পোশাক শ্রমিকরা কত সালে আন্দোলন করেন?

    উত্তর: ১৮৫৭ সালের ৮ মার্চ।

১১। কত সালে কে নারীর ভোটাধিকার এবং একটি নারী দিবস ঘোষণার দাবি জানান?

 উত্তর : ১৯১০ সালে জার্মান সমাজতাত্ত্বিক ক্লারা জেটকিন।

১২। কত সালে রাশিয়ার নারীরা ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার নারী দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়?

    উত্তর: ১৯৭৭ সালে।

১৩। কত সালে জাতিসংঘ ৮ মার্চকে ‘আন্তর্জাতিক নারী দিবস’ হিসেবে পালনের ঘোষণা দেয়?

    উত্তর: ১৯৭৭ সালে।

১৪।  নারী নির্যাতনের দুটি কারণ লেখো।

    উত্তর : ক) নিম্ন সামাজিক মর্যাদা খ) যৌতুক।

১৫। কত সালে জাতীয় নারী উন্নয়ন নীতি প্রবর্তন করা হয়?

    উত্তর: ২০১২ সালে।

১৬। নারী নির্যাতন প্রতিরোধে সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় যেসব কাজ করছে তার দুটি লেখো।

    উত্তর :

    ক) নিপীড়নের শিকার নারী ও শিশুদের চিকিৎসাসেবা প্রদান,

    খ) আইনি সহায়তা ও প্রয়োজনীয় পরামর্শ সেবা প্রদান।

ওয়াহিদা নার্গিস, প্রধান শিক্ষক, খিলগাঁও স্টাফ কোয়ার্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতিঝিল ঢাকা

Check Also

Teachers

স্বপ্ন যখন প্রাথমিক শিক্ষক হওয়া,যেভাবে স্বপ্নকে সত্যি করে তুলতে পারেন

প্রাথমিকে সাড়ে ৩২ হাজারের অধিক সহকারী শিক্ষক নিয়োগ দিবেন সরকার। বাংলাদেশের ইতিহাসে এটিই সবচেয়ে বড় …

শিক্ষক নিয়োগ পরীক্ষা

প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় যেভাবে ইংরেজি বিষয়ে প্রস্তুতি নিবেন

যেকোন নিয়োগ পরীক্ষার ইংরেজিতে ভালো না করে সফলতা পাওয়া কঠিন। নিয়মিত কৌশলী হয়ে পড়াশোনা করলেই …

আপনার মতামত জানান