৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মেধা ও সাধারণ বৃত্তি বন্টনের আদেশ

স্নাতক (সম্মান) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে  ৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ অর্থবছরে রাজস্ব খাতভূক্ত মেধা ও সাধারণ বৃত্তির কোটা বন্টনের অফিস আদেশ দিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।গত ২৫জুলাই ২০২২ ইং এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) ও মহাপরিচালক (রুটিন দায়িত্ব) প্রফেসর মোঃ শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-৩৭.০০.০০০০.০৭১.০৮.০০১.০৫-১১২, তারিখ: ০৪/০২/২০১৬ মোতাবেক রাজস্ব খাতভূক্ত বৃত্তির সংখ্যা/কোটা ও টাকার পরিমাণ পুন:নির্ধারণ সংক্রান্ত আদেশের প্রেক্ষিতে নিম্নে উল্লিখিত সংখ্যা ও হার অনুযায়ী স্নাতক (সম্মান) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২০২২-২০২৩ অর্থবছরে ০৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের “মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির” কোটা বণ্টন করা হলো

৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেধা ও সাধারণ বৃত্তি বন্টনের আদেশ সম্পর্কিত বিজ্ঞপ্তি

এই বৃত্তির ব্যয় চলতি (২০২২-২০২৩) অর্থ বছরের রাজস্ব বাজেটের “১২৫০২০১-১০৮৭৬২-৩৮২১১১৭” বৃত্তি/মেধাবৃত্তি খাত হতে নির্বাহ করা হবে এবং প্রকাশিত বৃত্তির গেজেটে উল্লিখিত খাত/কোড নম্বর সঠিকভাবে মুদ্রণ করতে হবে।

শর্তাবলী :

১। জাতীয় মেধার ভিত্তিতে বৃত্তি প্রাপ্তদের তালিকা প্রস্তুত করতে হবে।

২। বৃত্তির তালিকা প্রস্তুতের ক্ষেত্রে শিক্ষার্থী অনুপাতে মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তির ৫০% ছাত্র এবং ৫০% ছাত্রী হিসেবে বণ্টিত হবে। তবে যোগ্য ছাত্রী না পাওয়া গেলে যোগ্য ছাত্র কে সম্পূরক বৃত্তি দেয়া যাবে।

৩। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী উচ্চতর শ্রেণিতে অধ্যয়নের জন্য ভর্তি হলেই কেবল বৃত্তি ভোগের যোগ্য হবেন।

৪। বৃত্তির নীতিমালা অনুসরণ করে উল্লিখিত বণ্টন মোতাবেক আগামী ১১/০৮/২০২২ তারিখের মধ্যে বৃত্তির গেজেট প্রকাশ এবং প্রকাশিত গেজেটের সফটকপি ই-মেইলে [email protected] ও হার্ডকপি মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ,ঢাকা বরাবরে প্রেরণ করতে হবে।

বিঃ দ্রঃ- তথ্য এন্ট্রি দেয়ার সময়সীমা: মেধা/সাধারণ বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের MIS Software এ তথ্য এন্ট্রির সময়সীমা পরবর্তীতে বিজ্ঞপ্তি মারফত যথাসময়ে জানিয়ে দেয়া হবে।

MIS সফটওয়ারে তথ্য এন্ট্রির ক্ষেত্রে নিম্নোক্ত নির্দেশাবলী অনুসরণীয়

১। জাতীয় মেধার ভিত্তিতে বৃত্তি প্রাপ্তদের তালিকা প্রস্তুত করতে হবে।

২। বৃত্তির তালিকা প্রস্তুতের ক্ষেত্রে শিক্ষার্থী অনুপাতে মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তির ৫০% ছাত্র এবং ৫০% ছাত্রী হিসেবে বণ্টিত হবে। তবে যোগ্য ছাত্রী না পাওয়া গেলে যোগ্য ছাত্র কে সম্পূরক বৃত্তি দেয়া যাবে।

৩। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী উচ্চতর শ্রেণিতে অধ্যয়নের জন্য ভর্তি হলেই কেবল বৃত্তি ভোগের যোগ্য হবেন।

৪। বৃত্তির নীতিমালা অনুসরণ করে উল্লিখিত বণ্টন মোতাবেক আগামী ১১/০৮/২০২২ তারিখের মধ্যে বৃত্তির গেজেট প্রকাশ এবং প্রকাশিত গেজেটের সফটকপি ই-মেইলে ([email protected]) ও হার্ডকপি মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ,ঢাকা বরাবরে প্রেরণ করতে হবে।

০৫। শিক্ষার্থীর নাম ও অনলাইন ব্যাংক হিসাবের নাম অভিন্ন হতে হবে;

০৬। অনলাইন ব্যাংক হিসাব নম্বর অবশ্যই ১৩-১৭ ডিজিটের মধ্যে হতে হবে এবং সঠিক ও নির্ভুলভাবে পূরণ করতে হবে;

০৭। বিকাশ, শিউর ক্যাশ নগদসহ এ ধরনের কোন এজেন্ট ব্যাংকের হিসাব নম্বর প্রদান না করা;

০৮। শিক্ষার্থীর সর্বশেষ পরীক্ষার নাম ও সাল, রেজিস্ট্রেশন নম্বর, প্রাপ্ত জিপিএ সঠিকভাবে পূরণ করতে হবে;

০৯। শিক্ষার্থীর ব্যাংক হিসাব নম্বর, ব্যাংক ও শাখার নাম, রাউটিং নম্বর সঠিকভাবে পূরণ করতে হবে;

১০। তথ্য প্রেরণের ক্ষেত্রে ভুল বা অনিয়ম পরিলক্ষিত হলে প্রতিষ্ঠান প্রধান/দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দায়ী থাকবেন;

১১। শিক্ষার্থীর প্রদত্ত ব্যাংক হিসাবটি অবশ্যই সচল (Active) থাকতে হবে;

তথ্য পুরণ এর জন্য লিংক নিম্নরূপ :

DSHE Scholarship MIS এর URL (লিংক) : scholarship.dshe.gov.bd/DSHE-MIS/login

৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেধা ও সাধারণ বৃত্তি বন্টনের আদেশ সম্পর্কিত বিজ্ঞপ্তি

৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেধা ও সাধারণ বৃত্তি বন্টনের আদেশ সম্পর্কিত বিজ্ঞপ্তি

৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেধা ও সাধারণ বৃত্তি বন্টনের আদেশ সম্পর্কিত বিজ্ঞপ্তিটি(Pdf) দেখতে অথবা ডাউনলোড করতে নিচর লিংকে ক্লিক করুন

ডাউনলোড ৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেধা ও সাধারণ বৃত্তি বন্টনের আদেশ সম্পর্কিত বিজ্ঞপ্তি

 

আরো পড়ুন

ভর্তি পরীক্ষা সমাপ্ত, ৮ আগস্টের মধ্যে রাবির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
২০২৩ সালের আলিম পরীক্ষার্থীদের রেজিষ্ট্রেশন সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি
সৌদি আরবের ১৫টি বিশ্ববিদ্যালয় বিশ্ব সেরাদের তালিকায় স্থান পেয়েছে
নিজের PHD শিরোনাম ইংরেজিতে বলতে ব্যর্থ প্রার্থীকে শিক্ষক হিসেবে সুপারিশ
চলতি বছরের এসএসসি পরীক্ষার রুটিন চূড়ান্ত, ১৩ দিনে শেষ হবে পরীক্ষা
৬২ বছর বয়সে মাস্টার্স সম্পন্ন করলেন,হার না মানা সংগ্রামী এই নারী

Check Also

মরার জন্য অসুস্থ মাকে নির্জন বিলে রেখে পালিয়ে গেল সন্তান

মরার জন্য অসুস্থ মাকে নির্জন বিলে রেখে পালিয়ে গেল সন্তান

কঙ্কাল সার শরীর, ডান চোখের উপরে মাথার একাংশ সহ বড় টিউমার। লালচে হয়ে যাওয়া মাংসপিন্ডের …

শিক্ষার্থী

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন ধরণের ক্লাব গঠন বাধ্যতামূলক করা হচ্ছে

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন ধরণের ক্লাব গঠন বাধ্যতামূলক হচ্ছে। বিজ্ঞান চর্চা, বিতর্ক প্রতিযোগিতা ও সংস্কৃতি চর্চার …

আপনার মতামত জানান