অনলাইনে আপনি যেভাবে জন্ম নিবন্ধন সনদ যাচাই করবেন

বর্তমান দৈনন্দিন জীবনে জন্ম নিবন্ধন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একসময় জন্মনিবন্ধনের কোন গুরুত্বই ছিলনা অথচ আজ এমন কোন কাজ নেই যেটা করতে জন্মনিবন্ধন প্রয়োজন হয়না।

জমি ক্রয়-বিক্রয়,সন্তানকে কোথাও ভর্তি করাতে হলে জন্মনিবন্ধন লাগবেই।অনলাইনেও জন্ম নিবন্ধন করা যায়।কিন্তু সে বিষয়টা নিয়ে আরেকদিন আলোচনা করবো।

আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে অনলাইনে নিজের জন্ম নিবন্ধন সনদ যাচাই করবেন।অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করা একেবারে পানির মত সহজ কাজ।

আপনার জন্মনিবন্ধন সনদটি বের করুন,সেখানে ১৭সংখ্যার একটি নম্বর দেখতে পাবেন।যেটাকে বলা হয় বার্থ রেজিস্ট্রেশন নম্বর অর্থাৎ জন্ম নিবন্ধন নম্বর।অনলাইনে জন্মনিবন্ধন যাচাই করতে আপনার এই রেজিস্ট্রেশন নম্বরটি লাগবে,পাশাপাশি আপনার জন্ম তারিখ কত সেটাও লাগবে।

এবার মোবাইল অথবা কমপিউটার ব্রাউজারে এই লিংকটি  https://103.48.16.169/pub/?pg=verify_br টাইপ করে Enter বাটন প্রেস করুন অথবা সরাসরি এই লিংকে ক্লিক করুন। ব্রাউজার আপনাকে জন্মনিবন্ধন সনদ যাচাই করার ওয়েবসাইটে নিয়ে যাবে।

নিচের ছবিটি দেখুন,এটার মত

অনলাইনে জন্মনিবন্ধন

এবার Birth Regisrtration Number এর ঘরে আপনার Registration Number এবং Date of Birth এর ঘরে আপনার জন্ম তারিখ দিয়ে Verify বাটনে ক্লিক করুন।

তথ্য দুটি সঠিকভাবে পূরণ করে থাকলে আপনি আপনার জন্ম নিবন্ধন দেখতে পাবেন। তবে অনেকের জন্ম নিবন্ধন অনলাইনে আসতেছেনা

অনলাইনে না আসার কারণগুলো হতে পারে-

**রেজিস্ট্রেশন নম্বর হয়তো ভুল দিয়েছেন।

**জন্ম তারিখ ভুল দিয়েছেন।

**ঐ ব্যক্তির জন্ম নিবন্ধন এখনো ডাটাবেসে আপলোড করা হয়নি।

আরো পড়ুন

নিজেই ঘরে বসে নিজের জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন করতে পারবেন
টাকা খরচ করে আর নয় প্রাইভেট-কোচিং,এবার ইংরেজিতে দক্ষ হবেন একটি মোবাইল আ্যাপ দিয়ে
যেভাবে ধাপে ধাপে Power Point দিয়ে ডিজিটাল কনটেন্ট তৈরি করবেন
আপনি মুখ দিয়ে বাংলায় যা বলবেন,আপনার কম্পিউটার তাই টাইপ করবে

Check Also

নতুন পদ্ধতিতে আপনি যেভাবে ট্রেনের টিকিট কাটবেন

নতুন পদ্ধতিতে যেভাবে আপনি ট্রেনের টিকিট কাটবেন

জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ ছাড়া আজ বুধবার থেকে ট্রেনের টিকিট কাটা যাবে না। বিদেশি …

স্কুল টিচার

যেভাবে আপনার শিশুকে স্কুলে পাঠানোর জন্য প্রস্তুত করবেন

যেভাবে আপনার শিশুকে স্কুলে পাঠানোর জন্য প্রস্তুত করবেনঃ স্কুল শুরু করা শিশু এবং শিশুর পিতা-মাতা …

3 comments

  1. যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাইনা কেন জানেন মামা খালু নাই বলে

  2. জন্ম নিবন্ধন করতে এখন বাবা দাদা ১৪ গোষ্ঠীর নিবন্ধন আগে করতে হয়। এতে ভোগান্তির শেষ নেই, অনেকে করোনা ভ্যাকসিন নিতে পারছে না জন্মনিবন্ধন করতে না পারায়। যেমন, আমি নিজেই।

  3. আমাদের প্রাইমারি জাতীয় পরিচয় পত্র হলো জন্ম নিবন্ধন । আপনার জন্ম নিবন্ধন যাচাই করুন অনলাইনে আপনার নেটওয়ার্কের মাধ্যমে ।

আপনার মতামত জানান