আগামীকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষে ভর্তির মেধাতালিকা প্রকাশ করা হবে

আগামীকাল ৭ ডিসেম্বর ২০২১ইং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তির মেধা তালিকা প্রকাশ করা হবে এবং ৮ ডিসেম্বর নির্ধারিত আসনে ভর্তির জন্য মনোনিত শিক্ষার্থীদের ১ম মেধা তালিকা প্রকাশ করা হবে।

গতকাল ৫ ডিসেম্বর ২০২১ইং রোজ রবিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞাপ্তিতে বলা হয়, সংগীত,চারুকলা,নাট্যকলা ও ফিল্ম এন্ড টেলিভিশন এই চারটি বিশেষায়িত বিভাগের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার পর বিভাগ অনুযায়ী মেধাতালিকা প্রকাশ করা হবে। ভর্তি সংক্রান্ত সকল তথ্য admission.jnu.ac.bd এবং www.jnu.ac.bd তে পাওয়া যাবে।

উল্লেখ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে তিন ইউনিটে ২,৭০০ আসনের বিপরীতে ভর্তির আবেদন করেছেন ৪০ হাজার শিক্ষার্থী। এতে আসনপ্রতি লড়েছেন ১৪ জন।

Check Also

এসএসসি পরীক্ষার্থী

২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভূয়া রুটিন, সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন অনলাইনে ছড়িয়ে পড়া এসএসসি-২০২৪ …

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন

চাকরি দেওয়ার কথা বলে নেয়া ঘুষের টাকা গণশিক্ষামন্ত্রীর নির্দেশে ফেরত

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং কুড়িগ্রাম-৪ আসনের এমপি জাকির হোসেনের নির্দেশে চাকরি দেওয়ার কথা বলে …

আপনার মতামত জানান