চলতি ডিসেম্বর মাসের মধ্যেই এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে

চলতি ডিসেম্বর মাসের মধ্যেই মাননীয় শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী আন্তঃশিক্ষা বোর্ড এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন ।

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম বলেন,আমরা কাজ চালিয়ে যাচ্ছি, এইচএসসি পরীক্ষার ফলাফল ডিসেম্বরের মধ্যেই  ঘোষণা করা হবে।

গত ৭ অক্টোবরে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান,৫ম ও ৮ম শ্রেণির সমাপনীর মতো করোনা ভাইরাসের প্রকোপের কারণে এবার এইচএসসি পরীক্ষাও নেয়া হবে না ।

 এবারের এইচএসসির ফল নির্ধারণ করা হবে ৮ম শ্রেণির সমাপনী ও এসএসসির ফলাফলের গড় করে এবং ডিসেম্বর মাসের মধ্যেই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।

অধ্যাপক আমিরুল বলেন,, শিক্ষামন্ত্রী মহোদয়ের কমিটমেন্ট অনুযায়ী রেজাল্ট তৈরি করতে পারবো বলে আমরা আশাবাদী। আমরা কাজ করছি,মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ-আলোচনা হচ্ছে, বিভিন্ন প্রস্তাব আসছে-যাচ্ছে।

কোন কোন দিন, দুই-পাঁচটা মিটিংও করতে হচ্ছে। ডিসেম্বরের মধ্যে ফল ঘোষণা করার মতোই আমাদের প্রস্তুতি রয়েছে।

এইচএসসি পরীক্ষারর ফলাফল ঘোষণার তারিখ জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব মোঃমাহবুব হোসেন বলেন, এখনও তারিখ চূড়ান্ত করা হয়নি।তবে তারিখ চূড়ান্ত করাহলে আপনাদেরকে জানানো হবে।

উল্লেখ্য, কওমি মাদ্রাসা বাদে অন্যসব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা আছে।

Check Also

এসএসসি পরীক্ষার্থী

২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভূয়া রুটিন, সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন অনলাইনে ছড়িয়ে পড়া এসএসসি-২০২৪ …

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন

চাকরি দেওয়ার কথা বলে নেয়া ঘুষের টাকা গণশিক্ষামন্ত্রীর নির্দেশে ফেরত

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং কুড়িগ্রাম-৪ আসনের এমপি জাকির হোসেনের নির্দেশে চাকরি দেওয়ার কথা বলে …

আপনার মতামত জানান