২০২২সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ

২০২২ সালের এসএসসি ও এইচএসসি এবং সমমান পরীক্ষার জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে।  শিক্ষা বোর্ডগুলোর কাছে নির্ধারিত সংক্ষিপ্ত সিলেবাস পাঠিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তুক বোর্ড (এনসিটিবি)।

এনসিটিবি ছাড়াও এবং শিক্ষা বোর্ডগুলোর সংশ্লিষ্ট ওয়েবসাইটেও  সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে।

গত ২৭মে রোজ বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত দুটি নির্দেশনায় জানানো হয় যে এনসিটিবি থেকে পাঠানো ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সিলেবাস পাঠানো হলো।

পুনর্বিন্যাস করা সিলেবাসের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হলো।জারিকৃত নির্দেশনায় আরও বলা হয় যে আগামী ১৩ জুন থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্তের পর এ সিলেবাস প্রকাশ করে তা  শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হলো।

২০২২ সালের  এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস দেখতে অথবা ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন

২০২২ সালের  এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস

২০২২ সালের  এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস দেখতে অথবা ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন

২০২২ সালের এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত  সিলেবাস

গত  বুধবার সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে আগামী বছরের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষাও হবে ।এ জন্য এসএসসি ও সমমান পরীক্ষার জন্য ১৫০ দিন এবং এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য ১৮০ দিন ক্লাস করানোর জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে।

এ ছাড়া আগামী জুন থেকে সপ্তাহে দুটি করে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে।’

করোনা ভাইরাসের প্রকোপের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পরবর্তীতে কয়েক দফায় এ ছুটি বাড়ানো হয়।

সর্বশেষ ঘোষণা অনুযায়ী আগামী ১২ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। পরেরদিন ১৩ জুন থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

Check Also

এসএসসি পরীক্ষার্থী

২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভূয়া রুটিন, সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন অনলাইনে ছড়িয়ে পড়া এসএসসি-২০২৪ …

সরকারি হওয়া ২৭ জন শিক্ষকের কলেজে পরীক্ষার্থী ৭৫ জন কিন্তু ফেল ৭৩ জন

সরকারি হওয়া ২৭ জন শিক্ষকের কলেজে পরীক্ষার্থী ৭৫ জন কিন্তু ফেল ৭৩ জন

রাজবাড়ীর পাংশা উপজেলার জাতির জনক বঙ্গবন্ধু সরকারি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় ৭৫ জন …

আপনার মতামত জানান