এসএসসি পরীক্ষার্থীদের(২০২১) অ্যাসাইনমেন্ট মূল্যায়ন মনিটরিং ও তথ্য প্রেরণের আদেশ

২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন মনিটরিং ও তথ্য প্রেরণের আদেশ দিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

গতকাল ২৮জুলাই এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মোহাম্মদ আমির হোসেন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি জারি হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রেরিত ২০২১সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য পুনঃবিন্যাসকৃত পাঠ্যসূচি আলোকে প্রণয়নকৃত অ্যাসাইনমেন্ট প্রথম ধাপে তিন সপ্তাহের জন্য গত ১৮ জুলাই ২০২১ ইং তারিখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখা থেকে মাউশির ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বর্ণিত নির্দেশনার আলোকে মাঠ পর্যায়ের শিক্ষার্থীদের এসাইনমেন্ট কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে কিনা তা এতদসংযুক্ত ছক অনুযায়ী মনিটরিং করা প্রয়োজন।

সে লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সকল আঞ্চলিক উপ-পরিচালক (মাধ্যমিক) গন তাদের নিজ নিজ অঞ্চলের থানা ও উপজেলা থেকে শিক্ষার্থীদের প্রথম তিন সপ্তাহের এসাইনমেন্ট জমাদানের মোট সংখ্যা উপজেলা ভিত্তিক, জেলা ভিত্তিক এবং পরিশেষে নিজ নিজ অঞ্চলের তথ্য  সারসংক্ষেপ আকারে সংযুক্ত ছক মোতাবেক প্রস্তুত করে আগামী হাজার ১৯/০৮/২০২১ ইং তারিখের মধ্যে মনিটরিং এন্ড ইভ্যালুয়েশান উইং এর  ইমেইলে [email protected] প্রেরণ নিশ্চিত করবেন।

উল্লেখ্য যে মাউশি অধিদপ্তর থেকে প্রদত্ত বিজ্ঞপ্তি নির্দেশনা সমূহ অনুসরণ করতে হবে এবং কোভিড-১৯ অতিমারির কারনে স্বাস্থ্যবিধি কোনক্রমে উপেক্ষা করা যাবে না ।

এমতাবস্থায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল আঞ্চলিক পরিচালক (মাধ্যমিক) গণকে তাদের নিজ নিজ অঞ্চলের সার-সংক্ষেপকৃত তথ্য সংযুক্ত ছক মোতাবেক বর্ণিত ইমেইলে নির্ধারিত সময়ের মধ্যে  প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সংযুক্তিঃ শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন সংক্রান্ত তথ্যছক ।

 

এসএসসি পরীক্ষার্থীদের(২০২১) অ্যাসাইনমেন্ট মূল্যায়ন মনিটরিং ও তথ্য প্রেরণের আদেশ সম্পর্কিত বিজ্ঞপ্তি

 

 

শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন সংক্রান্ত তথ্যছক(Pdf) ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন

ডাউনলোড শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন সংক্রান্ত তথ্যছক

Check Also

এসএসসি পরীক্ষার্থী

২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভূয়া রুটিন, সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন অনলাইনে ছড়িয়ে পড়া এসএসসি-২০২৪ …

পরীক্ষার্থী

৫ দিনের মধ্যে লটারিতে স্কুল পাওয়া শিক্ষার্থীদের ভর্তির নির্দেশ

আগামী ৫ দিনের মধ্যে লটারিতে স্কুলে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্নের নির্দেশনা দিয়েছে …

আপনার মতামত জানান