এসএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে

করোনা সংক্রমণ রোধে সরকার কর্তৃক ঘোষিত চলমান বিধিনিষেধের কারণে সারাদেশে এসএসসি পরীক্ষার ফরম পূরণ স্থগিত করা হয়েছে।

তবে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড এক্ষেত্রে বিলম্ব ফি ছাড়া পুনরায় ফরম পূরণের সময় বাড়ানো হবে বলে জানিয়েছেন ।

আজকে ৫ এপ্রিল রোজ সোমবার আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ মিডিয়াকে এ বিষয়ে বলেন, এসএসসি পরীক্ষার চলমান ফরম পূরণ লকডাউনের কারণে স্থগিত করা হয়েছে।

লকডাউন শেষে ফরম পূরণের সময় বাড়ানো হবে এবং পরীক্ষার্থীরা  বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করতে পারবেন।

তিনি আরো জানান, অধিকাংশ পরীক্ষার্থীর ফরম পূরণ করা হয়ে গেছে,তবে যারা বাকি রয়েছেন তাদের সুবিধার্থে লকডাউন শেষে নতুন করে বিলম্ব ফি ছাড়া সময় ৪/৫ দিন  বাড়ানো হবে।

এসএসসি পরীক্ষার সময় যেহেতু এখনও নির্ধারণ করা হয়নি, সেহেতু প্রয়োজনে এ সময় আরও বাড়ানো হতে পারে।

গত ১লা  এপ্রিল থেকে এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু করা হয় যা ৭ এপ্রিল পর্যন্ত চলার কথা ছিল ।কিন্তু সরকার করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে আজকে সোমবার থেকে সারাদেশে কঠোর স্বাস্থ্যবিধি প্রতিপালনের নির্দেশনা জারি করেছেন ।

তাই জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য সকল প্রতিষ্ঠান বন্ধ থাকায় এসএসসি পরীক্ষার ফরম পূরণও স্থগিত করা হয়েছে

আরো পড়ুন
৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত

Check Also

এসএসসি পরীক্ষার্থী

২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভূয়া রুটিন, সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন অনলাইনে ছড়িয়ে পড়া এসএসসি-২০২৪ …

পরীক্ষার্থী

৫ দিনের মধ্যে লটারিতে স্কুল পাওয়া শিক্ষার্থীদের ভর্তির নির্দেশ

আগামী ৫ দিনের মধ্যে লটারিতে স্কুলে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্নের নির্দেশনা দিয়েছে …

আপনার মতামত জানান