সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেসরকারি ম্যানেজিং কমিটি থাকার প্রয়োজন কি?

সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি সরকারি প্রতিষ্ঠান। অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের ন্যায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও সরকারি কর্মচারী হিসেবে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করেন।

তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য যথাযথ উর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন।কিন্তু সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কমিটি প্রথা না থাকলেও প্রাথমিক বিদ্যালয়ে এখনো ম্যানেজিং কমিটি প্রথা বিদ্যমান।

একটি সরকারি প্রতিষ্ঠানে বেসরকারি ম্যানেজিং কমিটির প্রয়োজন কী! প্রাথমিক বিদ্যালয়গুলো অতীতে বেসরকারি প্রতিষ্ঠান ছিল।

তাই বিদ্যালয় ও শিক্ষকদের সহযোগিতা করার জন্য অতীতে এই ম্যানেজিং কমিটির প্রয়োজন থাকলেও বর্তমানে কমিটি নামক অপ্রয়োজনীয় এই প্রথা প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষকদের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।

অনেক ক্ষেত্রেই দেখা গেছে, ম্যানেজিং কমিটির সদস্যরা সাধারণত অশিক্ষিত হয়। তাই তারা তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অজ্ঞ থাকেন।

আইন অনুসারে এই ম্যানেজিং কমিটির সদস্যদের কাজ শিক্ষার বিভিন্ন বিষয়ে শিক্ষকদের সহযোগিতা করা হলেও এই কমিটির সদস্যরা মনে করেন যে তারা হচ্ছেন শিক্ষকদের বস এবং শিক্ষকরা তাদের কথা শুনতে বাধ্য।

তাইতো প্রায়ই পত্রিকার পাতা খুললে কমিটির সদস্যদের হাতে শিক্ষকদের লাঞ্ছিত হওয়ার খবর পাওয়া যায়। কোথাও স্লিপের টাকার ভাগ তাদের দেয়ার জন্য, কোথাও কমিটির সভাপতি হওয়ার জন্য একের পর এক শিক্ষক তাদের হাতে নির্যাতিত হচ্ছেন। অথচ কর্তৃপক্ষ এ বিষয়ে নির্বিকার।

একটি সরকারি প্রতিষ্ঠানে বেসরকারি ম্যানেজিং কমিটি বিদ্যমান থাকতে পারে না। আর যদি কোনো কমিটির প্রয়োজনই থাকে, তাহলে পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে সভাপতি করে উপজেলা শিক্ষা অফিসার, সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষককে নিয়ে ম্যানেজিং কমিটি গঠন করা যেতে পারে।

তাই কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ, দ্রুত প্রাথমিক শিক্ষা ও শিক্ষকদের স্বার্থে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যমান অপ্রয়োজনীয় এই ম্যানেজিং কমিটি প্রথা বিলুপ্ত করা হোক।

লেখক- মাহফিজুর রহমান মামুন,শিক্ষক ও কলামিস্ট

আরো পড়ুন
১১ মাস পার,এখনও ১৩তম গ্রেডের সুবিধা পাননি প্রাথমিকের সহকারী শিক্ষকরা
পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়তে পারে-গণশিক্ষা প্রতিমন্ত্রী
২০২১ শিক্ষাবর্ষে প্রাথমিক শিক্ষার্থীদের ১ হাজার টাকা করে কিট এলাউন্স দেয়া হবে
শিক্ষাপ্রতিষ্ঠান টিকা নিশ্চিত করার পরে খোলা হোক-অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান
জেনে নিন,সরকার কর্তৃক নির্ধারিত জন্মনিবন্ধন সনদ ফি আসলে কত টাকা?

Check Also

প্রাথমিক শিক্ষক

সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড দিয়ে পিএসসির মাধ্যমে নিয়োগ দেয়া হোক

দেশের নীতিনির্ধারকগণ বলেন প্রাথমিক শিক্ষা হচ্ছেন শিক্ষার ভিত্তি, ভিত্তি মজবুত না হলে শিক্ষার উন্নয়ন কখনোই …

প্রাথমিক শিক্ষক

১০ম গ্রেড দিয়ে সহকারী শিক্ষকদের আর্থ-সামাজিক মর্যাদা বৃদ্ধি করা হোক

প্রাথমিক শিক্ষকরা অবুঝ শিশুদের শিক্ষা দেয়ার মত সবচেয়ে কঠিন ও গুরুদায়িত্ব পালন পালন করেন।পরিশ্রমের দিক …

আপনার মতামত জানান