করোনা আবারও আসতে পারে, তাই প্রয়োজনের বেশি খরচ করা যাবে না-প্রধানমন্ত্রী

করোনা আবারও আসতে পারে, তাই প্রয়োজনের বেশি খরচ না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা।

আজ ১১ অক্টোবর রোজ রবিবার সকালে ভিডিও কনফারেন্সে গণভবন থেকে সাভার সেনানিবাসে ১০টি ইউনিট ও সংস্থাকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে  মাননীয় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী  বলেছেন, করোনাভাইরাস যদি আবার ব্যাপক হারে দেখা দেয় তাহলে আমাদের প্রচুর অর্থের প্রয়োজন হবে। আশঙ্কা করা হচ্ছে করোনার প্রভাব আরও দেখা দিতে পারে।

কারণ ইউরোপে নতুন করে দেখা দিচ্ছে। করোনা আবার দেখা দিলে মানুষকে আবার আমাদের সহযোগিতা করতে হবে, চিকিৎসা করতে হবে, ওষুধ কিনতে হবে, হয়তো আরও ডাক্তার নার্স আমাদের লাগবে। সেদিকে লক্ষ্য রেখেই আমাদের মিতব্যয়ী হতে হবে। তাই ঠিক যেটুকু আমাদের নেহায়েত প্রয়োজন তার বেশি এখন কোনো পয়সা খরচ করা চলবে না। ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখেই সে ব্যবস্থা নিতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা  আরো বলেন, কোভিড-১৯ এর এই সংকটময় সময়েও মানুষের কল্যাণে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এবার ৫ লক্ষ ৬৮ হাজার কোটি টাকার বাজেট দিয়েছি,যেটা দেওয়া খুব কঠিন ছিল। তবু আমরা দিয়েছি, তারপরও বলেছি যে অর্থ খরচের ব্যাপারে সবাইকে একটু সচেতন থাকতে হবে।

আরো পড়ুন
২য় শ্রেণির স্নাতক ডিগ্রীধারী শিক্ষকরা ১৩তম নয় বরং ১০ম গ্রেডের যোগ্
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি সপ্তাহে দুইদিন করতে রাজী শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রণালয়
সমালোচনার জবাব-সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম কিন্ডারগার্টেন
তৃতীয় শ্রেণির ছাত্রী মাইসুন,সব বয়সের মানুষদের ইংরেজি শেখান

Check Also

শিক্ষক নিয়োগ পরীক্ষা

বিসিএসের প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে

‘বিসিএস প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস’ শিরোনামে দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর …

বই খুলে দিচ্ছেন এইচএসসি পরীক্ষা,দুই কেন্দ্র সচিবসহ ৫ জন প্রত্যাহার

বই খুলে এইচএসসি পরীক্ষা দেওয়ার অভিযোগে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের দায়িত্বরত …

আপনার মতামত জানান