করোনা ভাইরাসের টিকা নিতে শুরু করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

করোনা ভাইরাসের টিকা নিতে শুরু করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা সরকার কর্তৃক নির্ধারিত সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে নিজ নিজ এলাকায় টিকা নিচ্ছেন ।

গতকাল মঙ্গলবার বেলা ১২ টার দিকে বাংলা বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান নিজ এলাকা নাটোর থেকে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ।

তিনি বলেন, কিছুদিন আগে টিকা নিতে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ফরম পুরণ করার পরে নির্দেশনা মোতাবেক সুরক্ষা অ্যাপে নিবন্ধন করি।

আজ বিভাগে আমার শিক্ষাবর্ষের প্রথম শিক্ষার্থী হিসেবে  টিকা গ্রহণ করলাম,অন্যরকম ভালো লাগা কাজ করছে নিজের মধ্যে । দ্রুত টিকা কার্যক্রম শুরু করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই।’

বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মাসুদুর রহমান পঞ্চগড় থেকে টিকা নিয়েছেন। তিনি বলেন, ‘সরকারের কার্যকরী সিদ্ধান্তের সাথে তাল মিলিয়ে টিকা গ্রহণ করলাম।

Check Also

এসএসসি পরীক্ষার্থী

২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভূয়া রুটিন, সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন অনলাইনে ছড়িয়ে পড়া এসএসসি-২০২৪ …

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন

চাকরি দেওয়ার কথা বলে নেয়া ঘুষের টাকা গণশিক্ষামন্ত্রীর নির্দেশে ফেরত

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং কুড়িগ্রাম-৪ আসনের এমপি জাকির হোসেনের নির্দেশে চাকরি দেওয়ার কথা বলে …

আপনার মতামত জানান