ক্লাস-পরীক্ষা নিতে কেউ আক্রান্ত হলে দায় কে নিবে,সমালোচকদের উদ্দেশে প্রধানমন্ত্রী

আমাদের শিক্ষার্থী, শিক্ষক ও অন্যান্য কর্মচারীরা যাতে করোনার কারণে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা এই ব্যবস্থাগুলো  নিতে বাধ্য হয়েছি।করোনা সংক্রমণের এই পরিস্থিতে ক্লাস পরীক্ষা নিতে গিয়ে কেউ যদি আক্রান্ত হয়, তাহলে তার দায় দায়িত্ব কে নেবে?

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমালোচনাকারীদের উদ্দেশে এ প্রশ্ন ছুড়েছেন ।আজকে শনিবার বেলা ১১টার দিকে এইচএসসির ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি  সমালোচনাকারীদের প্রতি এ প্রশ্ন ছুড়েন।

প্রধানমন্ত্রী বলেন, অনেকেই সমালোচনা করেন। যারা সমালোচনা করেন এই পদ্ধতিতে রেজাল্ট দেয়ার কারণে তারা নেবেন দায়িত্ব?

তিনি বলেন, এমনিতেই শিক্ষার্থীরা স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যেতে পারছেনা, যা তাদের জীবনে একটি বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।

এই পরিস্থিতিতে তাদের ফলাফল এবং এর পদ্ধতি নিয়ে অনেকে নেতিবাচক মন্তব্য করছেন যা শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ তৈরি করবে।তবে আমি মনে করি, অপ্রয়োজনীয় মন্তব্য বা তিক্ততার কথা না বলাই ভালো।

তিনি বলেন, পরীক্ষা নেয়ার সময় কেউ করোনায় আক্রান্ত হলে সমালোচকরা তখন সরকারের বিরুদ্ধে নতুন সমালোচনা শুরু করতেন।

এটি আমাদের জন্য অত্যন্ত আক্ষেপের বিষয় যে আপনি কিছু করতে গেলেই সেখানে কিছু মানুষ থাকবে যারা সেখানে যেকোনভাবেই হোক ত্রুটি খুঁজে পাবেন, তবে তারা এই সমালোচনার ফলাফল সম্পর্কে কখনই ভাবেন না।

তথ্যসূত্র-দৈনিক যুগান্তর

আরো পড়ুন
জেনে নিন ভারতের প্রাথমিক শিক্ষকদের বেতন,নিয়োগপ্রক্রিয়া এবং শিক্ষাগত যোগ্যতা
শিক্ষকদের বেতন ইএফটি করতে ৪লক্ষ টাকা ঘুষ আদায় হিসাবরক্ষণ কর্মকর্তার
আমেরিকায় আমাদের দেশের মতো বড় শিক্ষক-ছোট শিক্ষক এমন কোন বৈষম্য নেই

Check Also

এসএসসি পরীক্ষার্থী

২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভূয়া রুটিন, সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন অনলাইনে ছড়িয়ে পড়া এসএসসি-২০২৪ …

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন

চাকরি দেওয়ার কথা বলে নেয়া ঘুষের টাকা গণশিক্ষামন্ত্রীর নির্দেশে ফেরত

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং কুড়িগ্রাম-৪ আসনের এমপি জাকির হোসেনের নির্দেশে চাকরি দেওয়ার কথা বলে …

আপনার মতামত জানান