আগামী মার্চ থেকে স্কুল-কলেজ খুলে দেয়ার পরিকল্পনা করছেন শিক্ষা মন্ত্রণালয়

২০২১ শিক্ষাবর্ষের শ্রেণি পাঠদান কার্যক্রমও করোনার কারণে হোঁচট খাচ্ছে। শিক্ষাপঞ্জি এবার বছরের শুরু থেকেই ওলটপালট হয়ে গেছে । রাজধানীর কিছু নামিদামি স্কুল এরই মধ্যে নতুন শিক্ষাবর্ষের ক্লাসও অনলাইনে নেয়া শুরু করেছেন।

কবে নাগাদ বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া সম্ভব হবে, তা নিশ্চিত না হলেও শিক্ষা মন্ত্রণালয় আগামী মার্চ থেকে স্কুল-কলেজ খুলে দেয়ার একটি পরিকল্পনা তৈরি করছেন।

এজন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি)মার্চ থেকে নতুন শিক্ষাবর্ষের সিলেবাস ম্যাপিংয়ের দায়িত্ব দেয়া হয়েছে । সংশ্নিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

গত বছরের ১৭ মার্চ থেকে মহামারি করোনার কারণে সারাদেশে প্রাথমিক স্তর থেকে উচ্চ শিক্ষা স্তর পর্যন্ত অন্তত সাড়ে পাঁচ কোটি শিক্ষার্থী ১০ মাস ধরে আনুষ্ঠানিক ক্লাসরুম পাঠদান থেকে বঞ্চিত। সরকারসহ শিক্ষাবিদরা মনে করছেন এতে শিক্ষার অপূরণীয় ক্ষতি হয়েছে।

স্বাস্থ্যগত ঝুঁকি বিবেচনায় নিয়ে সরকার ছাত্রছাত্রীদের বার্ষিক পরীক্ষা না নিয়ে স্কুল ও কলেজপড়ূয়া সব শিক্ষার্থীকে ওপরের শ্রেণিতে অটো উত্তীর্ণ করেছেন। যদিও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নীতিনির্ধারকরা মনে করছেন যে বিপুলসংখ্যক শিক্ষার্থীর মধ্যে শ্রেণির পাঠে বড় ধরনের ঘাটতি রয়েছে ।

এ অবস্থায় তারা নতুন শ্রেণির পাঠ শুরুর পাশাপাশি গত বছরের ক্লাসের ঘাটতিগুলো পুষিয়ে দিতে গুরুত্বপূর্ণ অংশগুলো দ্রুত পড়ানো শুরু করার তাগিদ অনুভব করছেন ।

সরকার মূলত করোনার টিকাদান কার্যক্রম শুরুর জন্য অপেক্ষা করছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছেন।

আগামী ফেব্রুয়ারির মধ্যেই  টিকাদান কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে আশা করা যায় । তারপরই  ধাপে ধাপে মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। একসাথে মাধ্যমিক স্তরের সব শ্রেণির পাঠদান শুরু না করে প্রথমেই ২০২১ শিক্ষাবর্ষের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সরাসরি শ্রেণি পাঠদান কার্যক্রম শুরু করা হবে।

তারপরই ৫ম ও ৮ম শ্রেণির পাঠদান শুরু হবে ।পরে একটি দুটি করে অন্যান্য শ্রেণির পাঠদানও শুরু করা হবে। রাজধানীর বড় ও খ্যাতনামা স্কুলগুলো, যাদের এক শ্রেণিতে শিক্ষার্থী সংখ্যা ৪০ জনের বেশি, তাদের দুইভাগে ভাগ করে এক দিন পর এক দিন ক্লাস নেওয়ার কথাও ভাবা হচ্ছে বলে মন্ত্রণালয়ের এই সূত্র জানিয়েছেন।

এ বিষয়ে মাউশির মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক সমকালকে বলেন, আমরা নজর রাখছি করোনা পরিস্থিতির দিকে । মার্চ থেকে পুরোদমে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস শুরু করার ভাবনা রয়েছে আমাদের ।ধাপে ধাপে অন্য ক্লাসগুলোর পাঠদানও শুরু হবে।

তবে এটি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নয়, সরকারের ভাবনা। সবকিছুই নির্ভর করবে করোনা পরিস্থিতি কোন দিকে যায় তার ওপর।

গত ২৯ ডিসেম্বর এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, সীমিত আকারে ২০২১ সালের মাধ্যমিক ও সমমান এবং উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এর মাধ্যমে শিক্ষার্থীদের অসমাপ্ত সিলেবাস শেষ করে ক্লাসরুমে বসিয়ে  একটি প্রস্তুতিমূলক পরীক্ষা নেয়া হবে। তার মধ্যে এ দুই স্তরের পরীক্ষার্থীদের পাবলিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রস্তুত করা হবে। এরপর আগামী জুন মাসে মাধ্যমিক পরীক্ষা নেয়া যাবে বলে আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।

একইভাবে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার্থীদেরও সীমিত পরিসরে ক্লাসে ফিরিয়ে এনে পরীক্ষার জন্য প্রস্তুত করা হবে। উচ্চ মাধ্যমিক পর্যায়ের জন্যও এনসিটিবি সিলেবাস কাটছাঁট করা হচ্ছ।দীপু মনি আশা প্রকাশ করেন জুলাই বা আগস্ট মাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব হবে।

তিনি বলেন, গত মার্চ মাস থেকে শিক্ষার্থীরা ক্লাস করতে পারছে না। শিখন ফল অর্জন নিশ্চিত করতে ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সীমিত পরিসরে মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে এনে ক্লাস করানো হবে। এ লক্ষ্যে এনসিটিবি একটি পরিমার্জিত সিলেবাস তৈরি করছে ।

এ সিলেবাসের ওপরও শিক্ষার্থীদের ক্লাস করিয়ে এসএসসি পরীক্ষা নেওয়া হবে। শিক্ষামন্ত্রী আরও বলেন, আশা করছি ১৫ জানুয়ারি মধ্যে মাধ্যমিকের পরিমার্জিত সিলেবাস ও ৩১ জানুয়ারির মধ্যে উচ্চ মাধ্যমিকের পরিমার্জিত সিলেবাস শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া সম্ভব হবে।

সূত্র-দৈনিক সমকাল

আরো পড়ুন
পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়তে পারে-গণশিক্ষা প্রতিমন্ত্রী
২০২১ শিক্ষাবর্ষে প্রাথমিক শিক্ষার্থীদের ১ হাজার টাকা করে কিট এলাউন্স দেয়া হবে
শিক্ষাপ্রতিষ্ঠান টিকা নিশ্চিত করার পরে খোলা হোক-অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান
ঘরে বসে এইচএসসি পরীক্ষার ফল পেতে যেভাবে প্রি-রেজিস্ট্রেশন করবেন

Check Also

শিক্ষক নিয়োগ পরীক্ষা

বিসিএসের প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে

‘বিসিএস প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস’ শিরোনামে দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর …

বই খুলে দিচ্ছেন এইচএসসি পরীক্ষা,দুই কেন্দ্র সচিবসহ ৫ জন প্রত্যাহার

বই খুলে এইচএসসি পরীক্ষা দেওয়ার অভিযোগে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের দায়িত্বরত …

আপনার মতামত জানান