গান-বাজনার মধ্য দিয়েই গাছের সঙ্গে গাছের বিয়ে দিলেন ইউএনও

শুরু হয় ঢোল-তবলা আর গান-বাজনার মধ্য দিয়েই  বিয়ের অনুষ্ঠান।তারপরে কাবিন নামায় বর-কনের পরিচর্যাকারীদের স্বাক্ষর, গাছে-গাছে মালা বদল, সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ ও পারস্পরিক মিষ্টিমুখ করার মধ্য দিয়ে সম্পন্ন হয় গাছের সঙ্গে গাছের বিয়ে।স্বেচ্ছাসেবী সংগঠন লাল-সবুজ উন্নয়ন সংঘ কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বৃক্ষপ্রেম জাগরণের লক্ষ্যে টিফিনের টাকায় গাছের নানান জাতের চারা বিতরণ ও গাছে গাছে বিয়ের এই ব্যতিক্রমী আয়োজন করেন।

আম গাছের সাথে বিয়ে হলো আমড়া গাছের, আবার কাঁঠাল গাছের বিয়ে হলো পেয়ারা গাছের সাথে। বর ও কনের পক্ষে স্বাক্ষর দিয়েই বিয়ে অনুষ্ঠিত হলো।কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশিস ঘোষ বিয়ের কাজী ছিলেন।

গতকাল ২৮ জুলাই রোজ বৃহস্পতিবার সকালে জেলার সদর দক্ষিণ উপজেলার কালীর বাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে গাছে-গাছে বিয়ে অনুষ্ঠানের পর শিক্ষার্থীদের মাঝে সহস্রাধিক গাছের চারা বিতরণ করা হয়।

লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজালাল, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুল ইসলাম, কালীর বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রৌশন আলম চৌধুরী, গলিয়ারা দক্ষিণ ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

লাল-সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম বলেন, ‘মানুষের প্রতি মানুষের সম্পর্ক বাড়াতেই এমন ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গাছে গাছে বিয়ের মাধ্যমে  শিক্ষার্থীদের সাথে প্রকৃতির অন্যরকম আত্মীয়তা হলো। আগামী তিন মাসে সারাদেশে টিফিনের টাকায় ১ লাখ গাছের চারা বিতরণ করা হবে।’

লাল-সবুজ উন্নয়ন সংঘের ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ বলেন, গাছ আমাদের পরম বন্ধু।পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্যবর্ধনে গাছ রোপণের বিকল্প নেই। আমি আশা করি, লাল-সবুজ উন্নয়ন সংঘ থেকে অনুপ্রাণিত হয়ে অন্যরাও সবুজায়নের লক্ষ্যে নিয়মিত বৃক্ষরোপণ করবে ও গাছের যত্ন নিবে।

আরো পড়ুন
আগামীকাল শনিবার থেকে ২২টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা শুরু
ট্রাকচাপায় মায়ের পেট ফেটে সড়কেই ভূমিষ্ঠ সেই শিশু নতুন ঠিকানা পেয়েছে
গুগলে ৩৯ বার চাকরির চেষ্টা করেও ব্যর্থ, অবশেষে ৪০তম বারে চাকরি পেলেন
৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মেধা ও সাধারণ বৃত্তি বন্টনের আদেশ
সৌদি আরবের ১৫টি বিশ্ববিদ্যালয় বিশ্ব সেরাদের তালিকায় স্থান পেয়েছে
নিজের PHD শিরোনাম ইংরেজিতে বলতে ব্যর্থ প্রার্থীকে শিক্ষক হিসেবে সুপারিশ
চলতি বছরের এসএসসি পরীক্ষার রুটিন চূড়ান্ত, ১৩ দিনে শেষ হবে পরীক্ষা

Check Also

এসএসসি পরীক্ষার্থী

২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভূয়া রুটিন, সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন অনলাইনে ছড়িয়ে পড়া এসএসসি-২০২৪ …

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন

চাকরি দেওয়ার কথা বলে নেয়া ঘুষের টাকা গণশিক্ষামন্ত্রীর নির্দেশে ফেরত

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং কুড়িগ্রাম-৪ আসনের এমপি জাকির হোসেনের নির্দেশে চাকরি দেওয়ার কথা বলে …

আপনার মতামত জানান