শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বিষয়ে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত নেয়নি শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বিষয়ে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত নেয়নি শিক্ষা মন্ত্রণালয়। আজকে বুধবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের মিডিয়াকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি সংক্রান্ত যেকোন সিদ্ধান্ত নেয়ার সাথে সাথে তা মিডিয়াকে অবহিত করা হবে বলেও জানান তিনি।

আজ দুপুরে এক আলোচনায় শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, আমরা এ মাসের ১৪ নভেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছি। ১৫ নভেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে কিনা, নাকি ছুটি আরো বাড়ানো হবে নাকি  সীমিত আকারে আমরা ক্লাস শুরু করতে পারবো,এসব বিষয় নিয়ে এখনও কাজ চলমান।

তবে আমরা চেষ্টা করবো ১৪ নভেম্বরের আগে আপনাদের সিদ্ধান্ত জানিয়ে দিতে কারণ এর আগে তো আমাদের একটা সিদ্ধান্ত দিতেই হবে।

দেশে ১ম করোনা রোগী শনাক্তের হওয়ার পর ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন সরকার।পরে দফায় দফায় এই ছুটি বাড়িয়ে সর্বশেষ আগামী ১৪ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

করোনার প্রকোপের কারণে ইতিমধ্যে ৫ম শ্রেণির সমাপনি,৮ম শ্রেণির জেএসসি ও এইচএসসি পরীক্ষা বাতিল করেছেন সরকার।

আরো পড়ুন
শীতে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ার আশঙ্কার মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে ভুল সিদ্ধান্ত
আমেরিকার কলেজ-বিশ্ববিদ্যালয়ে আড়াই লাখ শিক্ষার্থীর করোনার সংক্রমণ-নিউইয়র্ক টাইমস
দেশে করোনার সংক্রমণ বাড়ার প্রেক্ষাপটে বাধ্যতামূলক মাস্ক পরাতে কঠোর হচ্ছেন প্রশাসন

Check Also

শিক্ষক নিয়োগ পরীক্ষা

বিসিএসের প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে

‘বিসিএস প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস’ শিরোনামে দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর …

বই খুলে দিচ্ছেন এইচএসসি পরীক্ষা,দুই কেন্দ্র সচিবসহ ৫ জন প্রত্যাহার

বই খুলে এইচএসসি পরীক্ষা দেওয়ার অভিযোগে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের দায়িত্বরত …

One comment

  1. শিক্ষা বর্ষ এক‌‌ বছর বাড়িয়ে দেওয়া হোক

আপনার মতামত জানান