জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি)সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত

করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি)।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক গতকাল সোমবার এক জরুরি মিটিং শেষে  এ তথ্য জানিয়েছেন।

এর আগে  ১০ আগস্ট একাডেমিক কাউন্সিলের সভায় থেকে বিশ্ববিদ্যালয় সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

জবি উপাচার্য বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে আমরা জরুরি সভা ডেকে  পূর্বনির্ধারিত বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করেছি।

পরীক্ষার পরবর্তী তারিখ পরীক্ষা শুরু হওয়ার ৪ সপ্তাহ আগে জানিয়ে দেওয়া হবে।পরীক্ষার ফি বিষয়ে জবি উপাচার্য বলেন, শিক্ষার্থীদের এটা নিয়ে কোনো চাপ নেই ।

পরবর্তী তারিখ ঘোষণার আগ পর্যন্ত শিক্ষার্থীরা ফি জমা দিতে পারবে।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, আগামী ১০ আগস্ট থেকে যেসব পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, করোনা পরিস্থিতি বাজে আকার ধারণ করায় তা স্থগিত করা হয়েছে।

এখন দেশের উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। এখন গ্রাম-গঞ্জেও করোনা পরিস্থিতি বাজে আকার ধারণ করেছে,তাই সার্বিক বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Check Also

এসএসসি পরীক্ষার্থী

২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভূয়া রুটিন, সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন অনলাইনে ছড়িয়ে পড়া এসএসসি-২০২৪ …

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন

চাকরি দেওয়ার কথা বলে নেয়া ঘুষের টাকা গণশিক্ষামন্ত্রীর নির্দেশে ফেরত

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং কুড়িগ্রাম-৪ আসনের এমপি জাকির হোসেনের নির্দেশে চাকরি দেওয়ার কথা বলে …

আপনার মতামত জানান