৩ সপ্তাহের মধ্যে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের টাইমস্কেল মামলা নিষ্পত্তির নির্দেশ

আপিল বিভাগ ২০১৩-১৪ সালে জাতীয়করণকৃত ৪৮ হাজার ৭২০ জন শিক্ষকের টাইম স্কেল-সংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের চিঠির বিষয়ে আনা রিট নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছেন ।

আজ ১৩ জানুয়ারী রোজ বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে  ভার্চ্যুয়াল আপিল বিভাগের বেঞ্চ  এই আদেশ দেন।  এই আদেশ ৩ সপ্তাহের মধ্যে বাস্তবায়ন করতে বলা হয়েছে।

শিক্ষকদের পক্ষে আইনজীবী মোকছেদুল ইসলাম বলেন,অর্থ মন্ত্রণালয় ২০২০ সালের ১২ আগস্ট বেসরকারি থেকে সরকারি হওয়া প্রাথমিক শিক্ষকদের ‘টাইম স্কেল’-এর সুবিধা ফেরত দেয়ার বিষয়ে  একটি পরিপত্র জারি করেন।

সংক্ষুব্ধ শিক্ষকেরা এটার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন।তারই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিভাগ অর্থমন্ত্রণালয়ের পরিপত্রটি স্থগিত করেন এবং রুল জারি করেন।সরকার এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন।

আপিল বিভাগের চেম্বার কোর্ট গত ১৩ সেপ্টেম্বর হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেন। শিক্ষকদের পক্ষ থেকে ওই স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়।

আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ৩সপ্তাহের মধ্যে হাইকোর্ট বিভাগে রিট মামলাটি নিষ্পত্তি করতে আদেশ দিয়েছেন।

আরো পড়ুন
এপ্রিল মাসের আগে স্কুল কলেজ খোলার কোন পরিকল্পনা আপাতত নেই
নগদের উপবৃত্তি প্রদান প্রকল্পের লাইভ এন্ট্রির সময়সীমা বাড়ানো হলো
১১ মাস পার,এখনও ১৩তম গ্রেডের সুবিধা পাননি প্রাথমিকের সহকারী শিক্ষকরা
শিক্ষাপ্রতিষ্ঠান টিকা নিশ্চিত করার পরে খোলা হোক-অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান

Check Also

শিক্ষক নিয়োগ পরীক্ষা

বিসিএসের প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে

‘বিসিএস প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস’ শিরোনামে দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর …

বই খুলে দিচ্ছেন এইচএসসি পরীক্ষা,দুই কেন্দ্র সচিবসহ ৫ জন প্রত্যাহার

বই খুলে এইচএসসি পরীক্ষা দেওয়ার অভিযোগে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের দায়িত্বরত …

আপনার মতামত জানান