গবেষকদের আশঙ্কা,নতুন করোনা শিশুদের মাঝে দ্রুত ছড়াতে পারে

এ পর্যন্ত করোনা ভাইরাস বিশ্বব্যাপী কেড়ে নিয়েছেন কয়েক লক্ষ মানুষের প্রাণ। তারপরও করোনার টিকা কিছুটা আলোর পথ দেখাতে শুরু করলেও এর মাঝেই আবার উদ্বেগের সৃষ্টি করেছে ব্রিটেনের নতুন প্রজাতির করোনা ভাইরাস।

নতুন এই ভাইরাস শিশু ও কম বয়সীদের জন্য অনেক বেশি সংক্রামক হয়ে উঠতে পারে বলে গবেষকরা আশঙ্কা প্রকাশ করছেন!

যদিও এখনও পর্যন্ত শিশুরা সেভাবে  করোনায় আক্রান্ত না হয়নি। তবে আশঙ্কা গবেষকদের আশঙ্কা নতুন করোনা ভাইরাসে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়তে পারে।  বিট্রেনের সরকারি একটি সূত্রও এমন তথ্যই জানিয়েছেন ।

লন্ডনের ইম্পেরিয়াল কলেজের অধ্যাপক ফার্গুসন জানান, এই মিউটেশনের ফলে শিশুদের আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

গত নভেম্বরে স্কুল খোলার পরই করোনা ভাইরাসে অনেক শিশু আক্রান্ত হয়েছিল । ফার্গুসনের মতে, অনেক শিশু আক্রান্ত হওয়ার পিছনেও এই নয়া করোনা থাকতে পারে । যদিও বিষয়টি এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয় বলেও জানিয়েছেন ওই গবেষক।

তবে ফার্গুসন অভয় দিয়েছেন যে‌, নতুন প্রজাতির ভাইরাসে থেকে মৃত্যুহার বাড়ার কিংবা পার্শ্ব প্রতিক্রিয়ার বাড়ার আশঙ্কা তেমন নেই।

ইংল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চল কেন্ট ও লন্ডনে এই নতুন স্ট্রেনের সবচেয়ে বেশি দাপট দেখা গেছে ।এই নয়া স্ট্রেনে কেবল ডিসেম্বরেই ১ হাজারেরও বেশি মানুষ  আক্রান্ত হয়েছেন বলে জানানো হলেও বেসরকারিভাবে এই সংখ্যাটা আরও অনেক বেশি।

আরো পড়ুন
শিক্ষামন্ত্রী হিসেবে একজন শিক্ষককে মনোনয়ন দিলেন আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন
কিন্ডারগার্টেন স্কুলগুলো ভর্তির জন্য শিক্ষার্থী খুঁজে পাচ্ছে না
প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব শিক্ষকদের ১ম শ্রেণির মর্যাদা দেয়া হোক
ডিপিএড ২০২০ চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণের আদেশ,যেভাবে পূরণ করবেন
শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি অনুসরণ করে স্কুল থেকে বই নিতে হবে

Check Also

শিক্ষক নিয়োগ পরীক্ষা

বিসিএসের প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে

‘বিসিএস প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস’ শিরোনামে দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর …

বই খুলে দিচ্ছেন এইচএসসি পরীক্ষা,দুই কেন্দ্র সচিবসহ ৫ জন প্রত্যাহার

বই খুলে এইচএসসি পরীক্ষা দেওয়ার অভিযোগে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের দায়িত্বরত …

আপনার মতামত জানান