পিএসসির পরীক্ষায় অংশ নিতে চাইলে নিতে হবে করোনার টিকা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) আওতায় অনুষ্ঠিত যেকোন পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে করোনা ভাইরাসের টিকা গ্রহণের পরামর্শ দিয়েছেন পিএসসি।

আজ বুধবার পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহ্‌মদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

টিকা গ্রহণের পাশাপাশি ভবিষ্যতে যাতে  কাজে লাগে সেজন্য সার্টিফিকেট বা প্রমাণপত্র সংরক্ষণ করতে বলা হয়েছে।

পিএসসির প্রকাশিত  বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেও জরুরি নিয়োগ কার্যক্রম অক্ষুন্ন রাখার স্বার্থে পিএসসি কর্তৃক বিজ্ঞাপিত যে কোন পদের প্রিলিমিনারি টেস্ট, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে পরীক্ষার্থীদের করোনা টিকা গ্রহণ নিশ্চিতের পরামর্শ দেয়া হলো।

নিজ উদ্যোগে  পরীক্ষার্থীদের করোনা টিকা গ্রহণ নিশ্চিত করতে হবে। এছাড়াও টিকা গ্রহণের সনদ অথবা প্রমাণপত্র পরীক্ষার্থীদের সঙ্গে রাখার পরামর্শ দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থী, পরীক্ষক এবং পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলের স্বাস্থ্য সুরক্ষার জন্য টিকা গ্রহণের বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধও করা হয়েছে ।

Check Also

এসএসসি পরীক্ষার্থী

২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভূয়া রুটিন, সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন অনলাইনে ছড়িয়ে পড়া এসএসসি-২০২৪ …

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন

চাকরি দেওয়ার কথা বলে নেয়া ঘুষের টাকা গণশিক্ষামন্ত্রীর নির্দেশে ফেরত

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং কুড়িগ্রাম-৪ আসনের এমপি জাকির হোসেনের নির্দেশে চাকরি দেওয়ার কথা বলে …

আপনার মতামত জানান