পুরো সেপ্টেমবর মাস বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান

পুরো  সেপ্টেম্বর মাস বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানে এবংপাঠদানের ধারাবাহিকতা রাখতে সংসদ টিভি এবং বেতারে ক্লাস পরিচালনা ছাড়াও অনলাইনে প্লাটফরমে পাঠদানের কার্যক্রম পরিচালিত হবে। আজকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোঃ আকরাম-আল-হোসেন।

এর আগে জানানো হয়েছিল যে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আলোচনা করে আগামী বৃহস্পতিবারের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে।দুই মন্ত্রণালয়ই নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে পুরো সেপ্টেম্বর মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

আরো পড়ুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি থাকার কোন প্রয়োজন আছে কি?

যেভাবে গণিত অলিম্পিয়াড কোর্সটিতে অংশগ্রহণ করে সার্টিফিকেট অর্জন করবেন(ছবিসহ)

প্রাথমিক শিক্ষা সমাপনী এ বছর অনুষ্ঠিত হচ্ছেনা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম আল-হোসেন বলেন, সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিবেশ এখনও হয়নি তাই আমরা অক্টোবর ও নভেম্বরকে টার্গেট করেছি।

সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে খোলার বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন সাংবাদিকদের বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিবেশ হয়নি। ভবিষ্যৎ প্রজন্মকে আমরা ধ্বংস হতে দেব না, এ জন্য আমরা বদ্ধ পরিকর।’

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি একাধিকবার জানিয়েছেন সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিবেশ হয়নি। খোলার মতো পরিবেশ হলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে। ‘

তথ্যসোর্স-Banglatribune

Check Also

শিক্ষক নিয়োগ পরীক্ষা

বিসিএসের প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে

‘বিসিএস প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস’ শিরোনামে দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর …

বই খুলে দিচ্ছেন এইচএসসি পরীক্ষা,দুই কেন্দ্র সচিবসহ ৫ জন প্রত্যাহার

বই খুলে এইচএসসি পরীক্ষা দেওয়ার অভিযোগে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের দায়িত্বরত …

আপনার মতামত জানান