প্রাথমিক শিক্ষকদের টিকা নেয়ার আহ্বান জানালেন গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের করোনাভাইরাসের টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আজকে ৯ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয় ক্লিনিকে করোনা ভাইরাসের টিকা নেয়ার পর তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, আমি শতভাগ সুস্থ আছি,করোনাভাইরাসের টিকায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। টিকার প্রতি আতংক কেটে গেছে, সবাইকে টিকাকেন্দ্রে এসে টিকা নেয়ার জন্য অনুরোধ জানান।

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন,পৃথিবীর অনেক দেশ এখনো করোনা ভ্যাকসিন নিতে পারেনি। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক সাফল্য ও সেরা ব্যবস্থাপনায় বাংলাদেশ দ্রুততম সময়ের মধ্যে ভ্যাকসিন এনে জনগণকে রক্ষা করতে সক্ষম হয়েছেন ।

প্রতিমন্ত্রী বলেন, নিজে সুস্থ থাকেন, অন্যকে করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ রাখুন।

আরো পড়ুন
ভারতের কেরালায় স্কুল খোলার পরই ২টি স্কুলের ১৮৯জন শিক্ষার্থী করোনায় আক্রান্ত
স্নাতক ও ডিপিএড যোগ্যতা অনুযায়ী প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড যৌক্তিক দাবী
EFT কার্যক্রমে অর্থ লেনদেন বিষয়ে কঠোর অবস্থানে অধিদপ্তর,অভিযোগ জানাবেন যেভাবে
অটোপাস এড়ানো ও সহজে পাস করাতে এসএসসি-এইচএসসির সহজ সিলেবাস

Check Also

সম্পত্তি লিখে নিয়ে মাকে মারধর করে ঘর থেকে বের করে দিলেন সন্তানরা

সন্তানদের বিরুদ্ধে সব সম্পত্তি লিখে নিয়ে মাকে মারধরের পর ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ …

রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

স্নাতক ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) । গত বছরের …

আপনার মতামত জানান