প্রাথমিক শিক্ষার্থীদের বাড়িতে থাকার নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের

করোনার প্রকোপ থেকে সুরক্ষার জন্য প্রাথমিক শিক্ষার্থীদের নিজ-নিজ বাড়িতে থাকার নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আজকে ২৯ অক্টোবর রোজ বৃহস্পতিবার গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা জনাব রবীন্দ্রনাথ রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ নির্দেশনার তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী আগামী ১৪ নভেম্বর পর্যন্ত দেশের সব ধরনের সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন বন্ধ থাকবে।

তাই এই সময়ে নিজেদের এবং অন্যদেরকে করোনাভাইরাসের প্রকোপ থেকে সুরক্ষার লক্ষ্যে  প্রাথমিক শিক্ষার্থীদের নিজ-নিজ বাড়িতে  অবস্থান করতে হবে।

মন্ত্রণালয়ের পাঠানো  বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগের সময়ে-সময়ে জারী করা নির্দেশনা ও অনুশাসনগুলো শিক্ষার্থীদের মেনে চলতে হবে।

শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়টি অভিভাবকরা নিশ্চিত করবেন এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন।

এছাড়াও সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণকে তাদের নিজ-নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে বাড়িতে অবস্থান করে নিজের পড়াশুনা চালিয়ে যান সে বিষয়টি অভিভাবকদের মাধ্যমে  নিশ্চিত করতে বলা হয়েছে।

আরো পড়ুন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ১৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে
২০২১ সাল থেকেই প্রাইমারী,হাইস্কুল ও কলেজের সাপ্তাহিক ছুটি ২দিন চুড়ান্ত হচ্ছে
ভালো জাতি তৈরি করতে সবার আগে প্রাথমিক বিদ্যালয়ের দিকে নজর দিতে হবে-অধ্যাপক নজরুল ইসলাম
প্রাথমিক শিক্ষক নিয়োগে সকল ধরণের কোটা বাতিল চেয়ে সরকারকে উকিল নোটিশ

Check Also

শিক্ষক নিয়োগ পরীক্ষা

বিসিএসের প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে

‘বিসিএস প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস’ শিরোনামে দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর …

বই খুলে দিচ্ছেন এইচএসসি পরীক্ষা,দুই কেন্দ্র সচিবসহ ৫ জন প্রত্যাহার

বই খুলে এইচএসসি পরীক্ষা দেওয়ার অভিযোগে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের দায়িত্বরত …

আপনার মতামত জানান