এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে ১৮ শিক্ষার্থী ফেল থেকে এ প্লাস পেয়েছেন

রাজশাহী শিক্ষাবোর্ডের ১৮ শিক্ষার্থী এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে ফেল থেকে এ প্লাস’পেয়েছেন। গত ২১ জানুয়ারি রোজ রাজশাহী শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এসএসসির খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবার ১১৬ জন শিক্ষার্থীর ১২০টি বিষয়ের ফল পরিবর্তন হয়েছে। ৭৯ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন। এর মধ্যে ফেল থেকে এ প্লাস পেয়েছে ১৮জন শিক্ষার্থী

এ’গ্রেড থেকে ফল পাল্টে উচ্চতর গ্রেড পেয়েছেন ২২ জন। এছাড়া ‘এ’ মাইনাস থেকে উচ্চতর গ্রেড পেয়েছে ১২ জন, ‘বি’গ্রেড থেকে ৭ জনের ফল পাল্টে উচ্চতর গ্রেড হয়েছে।

শিক্ষাবোর্ড সূত্র জানায়, ফল প্রকাশের পর এবার এসএসসি পরীক্ষার ৯,৪৪৩টি খাতা পুনঃনিরীক্ষার আবেদন করে ৮,৩৮৭ জন শিক্ষার্থী।

সবচেয়ে বেশি ৩ হাজার ৪৭৭টি পদার্থ বিজ্ঞান খাতা পুনঃনিরীক্ষণের আবেদন পড়ে। এছাড়া, ভূগোল ও পরিবেশের ১ হাজার ২৮১টি, উচ্চতর গণিতের ৩১৮টি, রসায়নের ২ হাজার ১৭০টি, জীববিজ্ঞানের ৫৭৭টি, পৌরনীতি ও নাগরিকতার ১০২টি, অর্থনীতির ৬৭টি, ব্যবসায় উদ্যোগের ৬৯টি, হিসাববিজ্ঞানের ৩৫৫টি, ফিন্যান্স ও ব্যাংকিংয়ের ৩৭৯টি এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার ৬৪৮টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়ে।

পুনঃনিরীক্ষণে বেশিরভাগ খাতার ফল একই থাকলেও ১১৬ জনের ১২০টি বিষয়ের পরীক্ষার ফল পাল্টে গেছে।শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, পরীক্ষকদের যোগ করতে ভুল হওয়া কিংবা কম্পিউটার সিস্টেমে না তোলার কারণে ফল খারাপ দেখাচ্ছিল। এগুলো পুনঃনিরীক্ষণে ঠিক হয়েছে।

Check Also

এসএসসি পরীক্ষার্থী

২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভূয়া রুটিন, সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন অনলাইনে ছড়িয়ে পড়া এসএসসি-২০২৪ …

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন

চাকরি দেওয়ার কথা বলে নেয়া ঘুষের টাকা গণশিক্ষামন্ত্রীর নির্দেশে ফেরত

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং কুড়িগ্রাম-৪ আসনের এমপি জাকির হোসেনের নির্দেশে চাকরি দেওয়ার কথা বলে …

আপনার মতামত জানান