আগামী ১০ নভেম্বর থেকে বুয়েটের হলগুলো খুলে দেয়া হচ্ছে

আগামী  ১০ নভেম্বর থেকে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শহীদ স্মৃতি হল ছাড়া অন্যগুলো খুলে দেওয়া হবে।

আজ ৩১অক্টোবর ২০২১ইং রোজ রোববার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সেশন রিভিউ কমিটির বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন করোনা মহামারি কারণে দীর্ঘ ১৯ মাস বন্ধ থাকার পর আবাসিক হলগুলো স্নাতক শিক্ষার্থীদের খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । তবে কমপক্ষে ১ ডোজ টিকা নেওয়ার শর্তে হলে পারবেন শিক্ষার্থীরা।

এ ছাড়াও আগামী ১৩ নভেম্বর থেকে বুয়েটের স্নাতক ক্লাস পুনরায় শুরু হবে।আজকে রোববার একাডেমিক সেশন রিভিউ কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য, ফ্যাকাল্টি ডিন, বিভাগের চেয়ারম্যান ও হল প্রাধ্যক্ষবৃন্দ।

উপাচার্য অধ্যাপক সত্যপ্রসাদ মজুমদার এতে সভাপতিত্ব করেন। ছাত্র কল্যাণের পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮২ শতাংশ শিক্ষার্থী এক ডোজ টিকা নিয়েছেন এবং ৬৮ শতাংশ  দুই ডোজ টিকা নিয়েছেন বলে জানিয়েছেন ড. মো. মিজানুর রহমান।

Check Also

রাজশাহী বিশ্ববিদ্যালয়

বিসিএস পরীক্ষা দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৬ মাসের ইন্টার্নশিপ ২ মাসে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ছয় মাসের ইন্টার্নি কোর্স …

শিক্ষা প্রতিষ্ঠান

ছাত্রীর শরীরে আপত্তিকর স্পর্শের অভিযোগ ঢাবি শিক্ষকের বিরুদ্ধে,কক্ষে তালা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। …

আপনার মতামত জানান