বাংলাদেশে স্টার জলসা,স্টার প্লাসসহ বিভিন্ন ভারতীয় চ্যানেলের সম্প্রচার বন্ধ ঘোষণা

বাংলাদেশে স্টার জলসা,স্টার প্লাসসহ বিভিন্ন ভারতীয় চ্যানেলের সম্প্রচার বন্ধ ঘোষণা করা হয়েছে।

ক্যাবল অপারেটর্স অব বাংলাদেশ (কোয়াব) স্টার গ্রুপের ৫চ্যানেলের পরিবেশক জাদু ভিশনের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে এসব চ্যানেল বাংলাদেশে প্রদর্শন বন্ধের ঘোষণা দিয়েছেন।

ক্যাবল অপারেটর্স অব বাংলাদেশ (কোয়াব) এর আগে গত ২৮ অক্টোবর সংবাদ সম্মেলন করে স্টার গ্রুপের চ্যানেল বন্ধের হুমকি দিয়েছিল ।

কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম আনোয়ার পারভেজ গণমাধ্যমকে বলেন, পূর্বে নেয়া সিদ্ধান্ত অনুযায়ী ৪ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে স্টার গ্রুপের ৫টি চ্যানেল -স্টার প্লাস, স্টার জলসা, ন্যাশনাল জিওগ্রাফিক, স্টার গোল্ড ও লাইফ ওকে সম্প্রচার বন্ধ রেখেছেন কেবল অপারেটররা।

অন্যদিকে, জাদু ভিশন লিমিটেডের প্রধান নির্বাহী কুনাল দেশমুখ বলেন, বর্তমান দেশে ৬০০ এর উপর বৈধ কেবল অপারেটর রয়েছে।

যাদের মধ্যে অল্প কিছু সংখ্যক কেবল অপারেটর নিজেদের কোয়াব ঐক্য পরিষদ বলে পরিচয় দিয়ে বিভিন্ন সময়ে অবাঞ্ছিত কিছু বিষয় সামনে নিয়ে এসে নিজেদের আধিপত্য প্রমাণের চেষ্টা করছে।

অল্প কিছু অপারেটর স্টার বয়কটের নামে বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছেন  বলে দাবি করেছেন জাদু ভিশন লিমিটেডের প্রধান নির্বাহী কুনাল।তিনি আরো বলেন তারা নানা অজুহাতে বিপুল পরিমাণ বিল পরিশোধ করছেন না।

Check Also

শিক্ষক নিয়োগ পরীক্ষা

বিসিএসের প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে

‘বিসিএস প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস’ শিরোনামে দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর …

বই খুলে দিচ্ছেন এইচএসসি পরীক্ষা,দুই কেন্দ্র সচিবসহ ৫ জন প্রত্যাহার

বই খুলে এইচএসসি পরীক্ষা দেওয়ার অভিযোগে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের দায়িত্বরত …

আপনার মতামত জানান