রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে

গ্রীষ্মকালীন ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের।গতকাল ২৮ এপ্রিল ২০২২ ইং রোজ বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবন-১-এ অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ১৫তম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে করোনাকালীন শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই সেশনজট এড়াতে ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ডকে গতিশীল করতে গ্রীষ্মকালীন এ ছুটি বাতিল করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহ আলী জানান, আগামী ১০ মে থেকে ১০ দিনের গ্রীষ্মকালীন ছুটি ছিল।

এ ছুটি বাতিল হওয়ায় ঈদুল ফিতরের ছুটির পর ১০ মে মঙ্গলবার থেকে একযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস-পরীক্ষা ও দাপ্তরিক কাজ শুরু হবে।

Check Also

এসএসসি পরীক্ষার্থী

২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভূয়া রুটিন, সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন অনলাইনে ছড়িয়ে পড়া এসএসসি-২০২৪ …

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন

চাকরি দেওয়ার কথা বলে নেয়া ঘুষের টাকা গণশিক্ষামন্ত্রীর নির্দেশে ফেরত

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং কুড়িগ্রাম-৪ আসনের এমপি জাকির হোসেনের নির্দেশে চাকরি দেওয়ার কথা বলে …

আপনার মতামত জানান