মাধ্যমিক শিক্ষার্থীদের রোলের পরিবর্তে আইডি নম্বর দেয়ার নির্দেশ

মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের রোল নম্বরের পরিবর্তে আইডি নম্বর দেয়ার নির্দেশনা দিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সারা দেশের মাউশির আঞ্চলিক উপ-পরিচালক,জেলা শিক্ষা অফিসার,থানা শিক্ষা অফিসার ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ গোলাম ফারুক স্বাক্ষরিত এ নির্দেশনা পাঠানো হয়েছে ।

প্রেরিত নির্দেশনায় বলা হয়েছে, করোনা মহামারির কারণে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রাতিষ্ঠানিক বার্ষিক পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি। তবে এসব শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করা হয়েছে।

অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়নের ভিত্তিতে রোল নম্বর প্রদান যথাযথ হবে কিনা তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তাছাড়াও রোল নম্বর প্রথা শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা তৈরি করে যা গুণগত শিক্ষা অর্জনে অন্তরায় হয়ে দাঁড়ায়।

রোল নম্বরের পরিবর্তে আইডি নম্বর ব্যবহার অনুকূল পরিবেশ তৈরি করবে। মাউশি আইডি প্রদানের ক্ষেত্রে দুটি পদ্ধতির সুপারিশ করেছেন । দৈবচয়ন পদ্ধতিতে আইনি প্রদান ও শিক্ষার্থীদের নামের বানানের বর্ণ ক্রমানুসারে প্রদান করা যায়।

সম্প্রতি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এক সংবাদ সম্মেলনে ছাত্র-ছাত্রীদের রোল নম্বরের পরিবর্তে আইডি নম্বর দেয়ার ঘোষণা দেন ।

আরো পড়ুন
শিক্ষাপ্রতিষ্ঠান না খোলা পর্যন্ত প্রাথমিকের নিয়োগ পরীক্ষার আয়োজন সম্ভব নয়
সরকারি চাকরিতে কোটা পুনরায় চালুর দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর
স্কুলগুলো ভ্যাকসিন আসার পরে পরিস্থিতি দেখে খুলে দেয়ার পরিকল্পনা
বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স কোর্স তুলে দেয়া হচ্ছে
নগদের উপবৃত্তি পোর্টালে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রিতে যেসব নির্দেশনা অনুসরণ করবেন

Check Also

এসএসসি পরীক্ষার্থী

২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভূয়া রুটিন, সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন অনলাইনে ছড়িয়ে পড়া এসএসসি-২০২৪ …

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন

চাকরি দেওয়ার কথা বলে নেয়া ঘুষের টাকা গণশিক্ষামন্ত্রীর নির্দেশে ফেরত

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং কুড়িগ্রাম-৪ আসনের এমপি জাকির হোসেনের নির্দেশে চাকরি দেওয়ার কথা বলে …

আপনার মতামত জানান