নগদের উপবৃত্তি প্রদান প্রকল্পের লাইভ এন্ট্রির সময়সীমা বাড়ানো হলো

প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্প (৩য় পর্যায়) এর চতুর্থ কিস্তির (এপ্রিল-জুন/২০২০) সুবিধাভোগী লাইভ এন্ট্রির সময়সীমা আগামী ১৭ জানুয়ারী পর্যন্ত বাড়ানো হয়েছে।

আজকে  ১০ জানুয়ারী রোজ রবিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্পের (৩য় পর্যায়) সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মোছা. তাশমীন শহীদ স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে  সময়সীমা বাড়ানোর এ ঘোষণা দেয়া হয়।

১০ জানুয়ারী ২০২১ তারিখ পর্যন্ত নগদের উপবৃত্তি সুবিধাভোগী লাইভ এন্ট্রির শেষ সময়সীমা ছিল।

পত্রে বলা হয়,প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক,প্রকল্প পরিচালক ও নগদের কর্মকর্তাগণের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতভাবে সময় বাড়ানোর এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ সময়ের মধ্যে কার্যক্রম সম্পন্ন করতে হবে।পরবর্তীতে সময় বাড়ানোর আর কোন সুযোগ নেই।

আরো পড়ুন

পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়তে পারে-গণশিক্ষা প্রতিমন্ত্রী
২০২১ শিক্ষাবর্ষে প্রাথমিক শিক্ষার্থীদের ১ হাজার টাকা করে কিট এলাউন্স দেয়া হবে
শিক্ষাপ্রতিষ্ঠান টিকা নিশ্চিত করার পরে খোলা হোক-অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান
জেনে নিন,সরকার কর্তৃক নির্ধারিত জন্মনিবন্ধন সনদ ফি আসলে কত টাকা?

Check Also

শিক্ষক নিয়োগ পরীক্ষা

বিসিএসের প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে

‘বিসিএস প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস’ শিরোনামে দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর …

বই খুলে দিচ্ছেন এইচএসসি পরীক্ষা,দুই কেন্দ্র সচিবসহ ৫ জন প্রত্যাহার

বই খুলে এইচএসসি পরীক্ষা দেওয়ার অভিযোগে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের দায়িত্বরত …

আপনার মতামত জানান